Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গরু চুরির ভয়ে গোয়াল ঘরে ঘুমাতে গিয়ে লাশ হলেন কৃষক

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি 
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


হবিগঞ্জ জেলার নবীগঞ্জে নিজ গোয়াল ঘর থেকে আব্দুল কাদির (৩৫) নামে কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মৃতের চোখ এবং মুখে রক্ত লাগানো ছিল।

বুধবার (৩ এপ্রিল) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ কর করা হয়েছে।

মৃতের পরিবারের বরাত দিয়ে ওসি দস্তগীর আহমেদ বলেন, গরু চুরির আশঙ্কায় রাতে গোয়াল ঘরে গিয়ে ঘুমান কাদির। দুপুরের দিকে স্থানীয় প্রতিবেশী লোকজন তাকে মৃত অবস্থায় দেখতে পান।

নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) গোলাম দস্তগীর আহমেদ জানান, আব্দুল কাদির ওই উপজেলার দেবপাড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত আমীর উদ্দিনের ছেলে।

তিনি জানান, বিষয়টি হত্যাকাণ্ড না অন্যকিছু পুলিশ এখনও নিশ্চিত হতে পারেনি। ময়না তদন্ত রিপোর্ট হাতে পেলে জানা যাবে।

তিনি আরো জানান, নিহতের পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

Bootstrap Image Preview