Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৭ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে ছাতকে সড়ক অবরোধ ও বিদ্যুৎ অফিস ঘেরাও

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৮:৩৫ PM

bdmorning Image Preview
ফাইল ছবি


ছাতকে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবিতে সড়ক অবরোধ কর্মসূচী পালন করেছে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসী। এসময় তারা বিক্ষোভ মিছিল করে বিদ্যুতের আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে রাখে। 

বুধবার (৩ এপ্রিল) দুপুরে ছাতক-সিলেট সড়কের বাসষ্ট্যান্ড সংলগ্ন এলাকায় তারা আধ ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচী পালন করে। অবরোধ চলাকালে যাত্রীবাহী ও মালবাহী গাড়ী আটকা পড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরোধ তুলে দিলে অবরোধকারীরা মিছিল সহকারে বিদ্যুৎ অফিস ঘেরাও করে রাখে। প্রায় এক ঘন্টা পর ছাতকে দায়িত্বরত নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন সরদার ঘটনাস্থলে পৌঁছে অফিস ঘেরাওকারীদের দাবি মেনে নিয়ে দ্রুত বিদ্যুৎ সমস্যার সমাধানের আশ্বাস দেন। 

এসময় নির্বাহী প্রকৌশলী লাইন পৃথক করে সিমেন্ট কারখানার লাইনের সাথে পৌরসভার ১, ২ ও ৩ নং ওয়ার্ডের লাইন সংযোগ করণের কার্যক্রম শুরু করা হবে বলে ঘেরাওকারীদের আশ্বস্থ করেন। 

অন্যান্য ওয়ার্ডের মতো পৌরসভার তিনটি ওয়ার্ডেও নিরবিচ্ছিন্ন  বিদ্যুৎ সরবরাহের দাবিতে এসময় ওয়ার্ডবাসীর পক্ষে বক্তব্য রাখেন, পৌর কাউন্সিলর আখলাকুল আম্বিয়া সোহাগ, লিয়াকত আলী, সুদীপ দে, স্থানীয় আখলুছ মিয়া তালুকদার, হাজী বিরহাম আলী, আশিম শাহ, আগন মিয়া, আশক আলী, শাহ মোহাম্মদ রাজু, মোফাজ্জল হোসেন, সাহেব আলী, আব্দুস ছোবহান, বাহরাম আলী, আকরামুল হোসেন, শিবলু মিয়া, তাজিম হোসেন, সোহাগ আহমদ, সুমন আহমদ প্রমুখ। বক্তারা বলেন, বিদ্যুৎ সরবরাহের ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ১, ২ ও ৩ নং ওয়ার্ডবাসীর সাথে বিমাতা সুলভ আচরণ করছে বিদ্যুৎ কর্তৃপক্ষ। পাশ্ববর্তী উপজেলা দোয়ারাবাজারের সাথে তাদের সঞ্চালন লাইন সংযোগ দিয়ে তাদের সাথে বৈষম্যমুলক আচরণ করা হচ্ছে। 

বিগতদিনে এ সঞ্চালন লাইন পৃথককরণের দাবিতে একাধিকবার আন্দোলন করা হয়েছে। সর্বক্ষেত্রেই বিদ্যুৎ কর্তৃপক্ষ আশ্বাস দিলেও মুলত কোনো কার্যকারীতা ছিল না। ১, ২ ও ৩ নং ওয়ার্ডের সঞ্চালন লাইন সিমেন্ট কারখানার লাইনের সাথে সংযোগ দিয়ে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবি জানান বক্তারা।

Bootstrap Image Preview