Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

আঙ্কারা-ইস্তাম্বুলে হেরে চাপে এরদোয়ান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৬:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তুরস্কে গত রবিবারের নির্বাচনের পরই জানা যায় আঙ্কারা এবং ইস্তাম্বুলে জয়লাভ করেছে বিরোধীদল রিপাবলিকান পিপল'স পার্টির (সিএইচপি) প্রার্থী। সেই সংবাদে অনেকটাই ভেঙে পড়েন সে দেশের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। 

ইস্তাম্বুলে বেসরকারিভাবে নির্বাচিত মেয়র বুধবার সে দেশের নির্বাচন কমিশনকে জানিয়েছেন, তাকে যেন নির্বাচিত মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়। 

সিএইচপি ওই দুই শহরে মেয়র পদে জয় লাভ করার ফলে, সে দেশের বাজেটের একটা বড় অংশ নিয়ন্ত্রণ করতে পারবে না এরদোয়ানের দল। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কেবল ইস্তাম্বুলে পাঁচ দশমিক ৭৯ বিলিয়ন ডলারের নিয়ন্ত্রণ চলে যাবে বিরোধীদলের হাতে। এছাড়া আঙ্কারায় আরো বড় বাজেট তাদের হাতে চলে যাবে।

বৃহৎ ওই দুই শহরে প্রার্থী হেরে যাওয়ায় চাপে পড়ে গেছেন এরদোয়ান। যদিও নির্বাচন কমিশনের কাছে এরদোয়ানের দলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, আঙ্কারা ও ইস্তাম্বুলে নির্বাচন স্বচ্ছ হয়নি। তাদের দাবি, অবৈধ ভোটাররা ভোট দিয়েছেন এবং ভোটের পদ্ধতিতে অনিয়মও করা হয়েছে।

ইস্তাম্বুলে সিএইচপি প্রার্থী বলেছেন, এরদোয়ানের দল ইস্তাম্বুলের জনগণকে অসম্মান করেছে। আমরা এর বিচার চাই। পুরো বিশ্ব আমাদের কার্যক্রম দেখছে। পুরো বিশ্ব এই শহরের নির্বাচন দেখছে। নির্বাচিত মেয়র হিসেবে আমি একেপির এ ধরনের আচরণের বিচার চাই।

Bootstrap Image Preview