Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

প্রতিবেশীর লাঠির আঘাতে যুবকের মৃত্যু

নাটোর প্রতিনিধি
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০২:০৭ PM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০২:০৭ PM

bdmorning Image Preview


নাটোরের লালপুরে দুই ভাইয়ের স্ত্রীদের মধ্যে পারিবারিক বিরোধের সময় প্রতিবেশীর লাঠির আঘাতে নান্টু ইসলাম (২৭) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২ এপ্রিল) রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে এ ঘটনায় এখনও কাউকে আটক করা হয়নি।

নান্টু ইসলাম উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের জামালের ছেলে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম জুয়েল ও এলাকাবাসী জানায়, উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামের নান্টু ইসলামের স্ত্রী মেঘনা বেগম ও মমিন আলীর স্ত্রী হাফিজা বেগমের সাথে পারিবারিক বিরোধ শুরু হয়। এরই এক পর্যায়ে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। পরে উভয়ের স্বামী সেই বিরোধের মীমাংসা করতে গেলেও তা তারা সমাধান করতে পারে না। পরে তাদের বিরোধ আরো বৃদ্ধি পায়।

এ সময় প্রতিবেশীরা এগিয়ে এসে তাদের বিরোধের থামানোর চেষ্টা করে। এতেও তাদের বিরোধ থামছিল না। এ সময় প্রতিবেশী ইছার আলীর ছেলে ইউসুফ আলী লাঠির ভয় দেখিয়ে তাদের থামানোর চেষ্টা করলে নান্টু ক্ষিপ্ত হয়ে উঠে ইউসুফকে মারতে আসে।

এ সময় ইউসুফের হাতে থাকা লাঠি দিয়ে নান্টু ইসলামের মাথায় আঘাত করলে সে গুরুতর আহত হয়। পরে আহত অবস্থায় নান্টু ইসলামকে স্থানীয়রা উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তবে এ ঘটনায় এখনও কেউ কোনো অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জানিয়েছে পুলিশ।

এদিকে, ঘটনার পর ইছার আলীর ছেলে ইউসুফ আলী পালিয়ে গেছে।

Bootstrap Image Preview