Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

বার্সার হার বাঁচালেন মেসি-সুয়ারেজ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:২৩ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:২৩ AM

bdmorning Image Preview


মঙ্গলবার লা লিগার খেতাবি লড়াইয়ে মাঠে নেমেছিল গতবারের চ্যাম্পিয়ন বামের্সেলোনা। অ্যাওয়ে ম্যাচে ভিলারিয়ালের বিরুদ্ধে। টানটান উত্তেজনায় ভরপুর ম্যাচ শেষ পর্যন্ত পয়েন্ট ভাগাভাগিতেই শেষ হল। নাটকীয় এক ম্যাচে ৪-৪ গোলের ড্র নিয়ে মাঠ ছেড়েছে আরনেস্তো ভালভার্দের শিষ্যরা।

ম্যাচে মোট আট গোল। ম্যাচে দীর্ঘক্ষণ ২-১ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে ৪-২ গোলে পিছিয়ে যান মেসিরা। নব্বই মিনিটের আগে পর্যন্ত ছিল এই স্কোর। তবে দলে যখন মেসি, সুয়ারেজের মতো ফুটবলাররা থাকে তখন চিন্তা কীসের। নির্ধারিত সময়ের শেষ লগ্নে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করে ব্যবধান কমান মেসি। এবং সংযোজিত সময়ের শেষে গোল করে সমতা ফেরান সুয়ারেজ।

এদিন অবশ্য প্রথম থেকে মাঠে ছিলেন না মেসি। এই দু'জন ছাড়াও, প্রথমার্ধে ম্যালকম এবং কুতিনহো বার্সার হয়ে বাকি গোল করেন। ম্যাচের ৬১ মিনিটে এদিন কৌতিনহোকে মাঠে নামিয়ে ছিলেন ভালভার্দে।

লিগে এ ড্রয়ের পর ৩০ ম্যাচে ২১ জয় ও সাত ড্রয়ে শীর্ষে থাকা বার্সেলোনার পয়েন্ট ৭০। সমান ম্যাচে তাদের চেয়ে ৮ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থান অ্যাটলেটিকো মাদ্রিদ। এক ম্যাচ কম খেলে ৫৭ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রিয়াল মাদ্রিদ।।

Bootstrap Image Preview