Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় বালু ও পাথর উত্তোলনের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ১০:১৪ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ১০:১৭ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধায় বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলনের দায়ে মেশিন মালিক, মেশিনের চালক এবং বালু ও পাথর উত্তোলনকারীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন এ জরিমানা করেন।

জরিমানাকৃত ব্যক্তিরা হলেন, উপজেলার পশ্চিম সারডুবি গ্রামের মৃত মামুদ আলীর পুত্র আরমান আলী, আঃ মান্নানের পুত্র জুয়েল ও দালালপাড়া এলাকার মৃত লোকমান হোসেনের পুত্র আতিয়ার রহমান।

হাতীবান্ধা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউল আমিন বলেন, উপজেলার দালালপাড়া এলাকায় বোমা মেশিন দিয়ে বালু ও পাথর উত্তোলন করা হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২ এপ্রিল) সন্ধ্যায় ওই এলাকায় অভিযান চালানো হয়।

তিনি আরো বলেন, এ সময় বোমা মেশিন মালিক আরমান আলী, চালক জুয়েল এবং বালু ও পাথর উত্তোলনকারী আতিয়ার রহমানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

Bootstrap Image Preview