Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কোহলিদের হারিয়ে রাজস্থানের প্রথম

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২৭ AM
আপডেট: ০৩ এপ্রিল ২০১৯, ০৯:২৭ AM

bdmorning Image Preview


বেঙ্গালোর বিরুদ্ধে সাত উইকেটে জয় ছিনিয়ে নিয়ে দ্বাদশ আইপিএলে প্রথম জয় তুলে নিলো রাজস্থান। অন্যদিকে চলতি আসরে এখন অবদি চারটি ম্যাচ খেলে ফেললেও এখন জয় বঞ্চিত থাকল কোহলির বেঙ্গালোর।

টসে জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় রাজস্থান। ২০ ওভারে চার উইকেট হারিয়ে ১৫৮ রান তুলল বেঙ্গালুরু। অধিনায়ক বিরাট কোহলি ২৫ বলে ২৩ রান করে গোপালের বলে বোল্ড হন তিনি।

এরপরে দলের হাল ধরেন প্যাটেল। ২৯ বলে হাফ সেঞ্চুরি করেন প্যাটেল।তাঁর ব্যাটে ভর করে ১০০ রানের গণ্ডি টপকায় বেঙ্গালোর। ৯টি চার  এবং ১টি ছক্কা হাঁকিয়ে দলকে লড়াকু জায়গায় পৌঁছে দেন তিনি। তাঁর সংগ্রহে ৪১ বলে ৬৭। এবি ডিভিলিয়ার্স ১৮ বলে  ১৩ রান করে আউট হন।

রান তাড়া করতে নেমে ভাল শুরু করে রাজস্থান। ওভার ৪ বলে ৬০ রানে প্রথম উইকেট পড়ে রাজস্থানের। ২০ বলে ২২ রানের ইনিংস খেলে চহ্বালের বলে এলবিডব্লু হয়ে প্যাভিলিয়নে ফেরেন রাহানে। ৪ ওভারে ১ উইকেট হারিয়ে ৬১ রান করে রাজস্থান। তৃতীয় উইকেটে ১৫ ওভারে ২ উইকেটে ১২০ রান করে রাজস্থান। ৪৩ বলে ৫৯ রানের দুরন্ত ইনিংস খেলেন বাটলার। তাঁর ব্যাাটিং হিটে রাজস্থানের প্রাপ্তি ৮ টি চার এবং ১ টি ছক্কা।চহ্বালের বলে স্টনিসের হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। 

একাধিক ক্যাচ মিস করে রাজস্থানকে ম্যাচ জয়ের সুবর্ণ সুযোগ করে দেন কোহলির দলের ফিল্ডাররা। ১৯ ওভারের শেষ বলে ৩৪ বলে ব্যক্তিগত ৩৮ রানে আউট হন স্মিথ। শেষ ওভারে জয়ের জন্য রাজস্থানের প্রয়োজন ছিল মাত্র ৫ রান।

বেন স্টোকসকে সঙ্গে নিয়ে ১ বল বাকি থাকতেই দলকে লক্ষ্যমাত্রায় পৌঁছে দেন ত্রিপাঠি। ২৩ বলে ৩৪ রানে অপরাজিত থাকেন তিনি। ৪ ওভারে মাত্র ১২ রান খরচ করে ৩টি উইকেট নিয়ে ম্যাচের সেরা শ্রেয়াস গোপাল। এদিন তাঁর উইকেট শিকারের তালিকায় ছিলেন কোহলি, ডি’ভিলিয়ার্স ও হেটমেয়ার।

Bootstrap Image Preview