Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনে ২০০ বার পাকিস্তানকে স্মরণ করেন মোদি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১০:৪৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১০:৪৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের লোকসভা নির্বাচনে পাকিস্তান আসলেই একটা ফ্যাক্টর। বিরোধী দলগুলোর অভিযোগ, পাক বিরোধী কথাবার্তা বলেই নির্বাচনে হিন্দু ধর্মাবলম্বী ভোটারদের মন জয় করতে চান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নির্বাচনকে সামনে রেখেই পাকিস্তানের সীমান্তবর্তী বালাকোটে বিমান হামলা চালিয়েছে ভারতীয় সেনারা।

এ নিয়ে এবার মোদির সমালোচনা করে বর্ষীয়ান নেতা লালু যাদবের দল রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি) বলেছে, দিনে ২০০ বার পাকিস্তানের নাম নেন মোদি।

নিজেদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্ট থেকে প্রধানমন্ত্রী মোদির উদ্দেশে লেখা এক বার্তায় তারা লিখেছে, পাকিস্তানকে নিয়ে নয়, বরং নিজেকে, নিজের কাজ আর নিজের দেশ নিয়ে কথা বলা উচিত প্রধানমন্ত্রীর।

এনডিটিভির খবরে বলা হয়, আরজেডি তাদের টুইট বার্তায় বলেছে, ‘মোদিজি দিনে ২০০ বার পাকিস্তানের নাম নেন। পাকিস্তানের জন্য এত প্রেম, মোদিজি? আপনি আমাদের দেশের প্রধানমন্ত্রী। এটা ভারতের লোকসভা নির্বাচন। আপনি কি পাকিস্তানের ওপর ভিত্তি করেই নির্বাচন করবেন? ছোট্ট প্রতিবেশী দেশ নিয়ে কি শক্তি নষ্ট করা উচিত আমাদের দেশের? নিজের কথা বলুন, নিজের কাজের কথা বলুন, নিজের দেশের কথা বলুন।’

বালাকোটে ভারতীয় বিমানবাহিনীর হামলায় পাকিস্তানি সন্ত্রাসী ক্যাম্প ধ্বংস হওয়ার পর থেকেই ক্ষমতাসীন বিজেপি ও কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী দলগুলোর মধ্যে কথার লড়াই চলছে।

ওই হামলায় তিন শতাধিক জঙ্গি নিহত হওয়ার দাবি করেছেন মোদি। তবে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ দাবির সত্যতা খুঁজে পায়নি। ফলে মোদির সমালোচনায় মেতে উঠেছেন মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধীসহ আরো অনেক ভারতীয় নেতারা।

কিন্তু রোববার প্রধানমন্ত্রী মোদি ফের বালাকোট ইস্যু তুলে পকিস্তানের সমলোচনা করেছেন। তিনি বলেন, ‘তারা (পাকিস্তান) দাবি করে আসছিল তাদের ওখানে কোনো সন্ত্রাসী ক্যাম্প নেই। কিন্তু এখন তাদের সেই মন্তব্য গোপন করতে হচ্ছে। তারা কাউকে সেখানে যেতে দিচ্ছে না। আমাদের বলা হয়েছে, পাকিস্তান এখন নতুন করে বালাকোটকে সাজাতে চাইছে। সেখানে একটি স্কুল নির্মাণ করছে তারা, যাতে করে সবাইকে দেখাতে পারে, সেখানে কোনো সন্ত্রাসী ক্যাম্প ছিল না।’

Bootstrap Image Preview