Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করলেন মালেশিয়ান প্রতিনিধি

মীর খায়রুল আলম, দেবহাটা প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:৫০ PM

bdmorning Image Preview


উৎপাদনশীল ও সম্ভাবনাময় কর্মের সুযোগ গ্রহণে নারীর সামর্থ্য উন্নয়ন (স্বপ্ন) প্রকল্পের আওতায় বিভিন্ন কর্মকাণ্ড পরিদর্শন করলেন দাতা সংস্থার মালেশিয়ান প্রতিনিধি এডওয়ার্ট ডিভাডসন।   

মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ সরকার ও ইউএনডিপি’র অর্থায়নে বেসরকারি সংস্থা সুশীলনের বাস্তবায়নাধীন স্বপ্ন প্রকল্পের বিভিন্ন কর্মসূচি পরিদর্শন করেন তিনি।

জেলার তালা, দেবহাটা, কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার নারী উপকারভোগীদের সরকারি সম্পদ রক্ষানাবেক্ষণ কাজ, আয় বৃদ্ধিমূলক ক্ষুদ্র ব্যবসা, ব্যাংক এশিয়ার মজুরী প্রদান সিস্টেমসহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এছাড়া বিকাল ৩টায় সুশীলনের কালিগঞ্জ অফিসে স্বপ্ন প্রকল্পের কর্মকর্তাদের সাথে শেয়ারিং মিটিং করেন, দাতা সংস্থার প্রতিনিধি।

এসময় ইউএনডিপি’র প্রতিনিধি মাহমুদ হোসাইন, সুশীলনের উপ-পরিচালক মোস্তফা আক্তারুজ্জামান, স্বপ্ন প্রকল্পের আশাশুনি ও দেবহাটা উপজেলা প্রোগ্রাম অফিসার আবু জাফর সিদ্দিক (মিলন), শ্যামনগর উপজেলা প্রোগ্রাম অফিসার শেখ ফিরোজ উদ্দীন, কালিগঞ্জ উপজেলা প্রোগ্রাম অফিসার চিত্ত রঞ্জন সরদার, ১২জন ইউনিয়ন ওয়ার্কার সভায় অংশগ্রহণ করে বিভিন্ন মতামত প্রদান করেন।

উল্লেখ্য যে, বাংলাদেশ সরকার ও ইউএনডিপি এর অর্থায়নে বাস্তবায়ন সহযোগী সুশীলনের সহযোগীতায় সাতক্ষীরার দেবহাটা, আশাশুনি, তালা, কালিগঞ্জ, শ্যামনগর উপজেলায় ১ হাজার ৮'শ ৭২ জন উপকারভোগী নারীর কর্মের মাধ্যমে জীবনমান উন্নয়ন করা হচ্ছে। উক্ত উপজেলার প্রতিটা ইউনিয়নে ৩৬ জন নারী স্বপ্নকর্মী কর্মরত আছে। 

Bootstrap Image Preview