Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ঝালকাঠিতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

খাইরুল ইসলাম, ঝালকাঠি প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৯:২৫ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৯:২৫ PM

bdmorning Image Preview


ঝালকাঠিতে 'সহায়ক প্রযুক্তির ব্যবহার, অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তির অধিকার' প্রতিপাদ্যকে সামনে রেখে নানা আয়োজনে ১২ তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত হয়েছে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতরের উদ্যোগে শহরে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

ডিসি অফিসের সামনে থেকে র‌্যালি শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণের পর তা সুইড বাংলাদেশ বুদ্ধি প্রতিবন্ধী বিদ্যালয় প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। প্রতিবন্ধীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এতে অংশ নেয়। 

ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক র‌্যালিতে নেতৃত্ব দেন। পরে বুদ্ধিপ্রতিবন্ধী স্কুলে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা প্রদান করেন। 

সমাজসেবা অধিদফতরের উপ-পরিচালক স্বপন কুমার মুখার্জীর সভাপতিত্বে সিভিল সার্জন ডা. শ্যামল কৃষ্ণ হাওলাদার, অতিরিক্ত পুলিশ সুপার সদর কাজী মো. ছোয়াইব, জেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মনোয়ার হোসেন খান, সমাজ সেবা অধিদফতরের রেজিষ্ট্রেশন অফিসার দৃষ্টি প্রতিবন্ধী মো. আজাহার আলী প্রমুখ আলোচনায় অংশ নেন।

পরে প্রতিবন্ধীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। 
 

Bootstrap Image Preview