Bootstrap Image Preview
ঢাকা, ১৭ শুক্রবার, মে ২০২৪ | ৩ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হজযাত্রীদের ভোগান্তি কমাতে হজ ব্যবস্থাপনাকে দালাল মুক্ত করতে হবে: ধর্ম প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৮:৪১ PM

bdmorning Image Preview


ধর্মপ্রতিমন্ত্রী আলহাজ্ব এ্যাডভোকেট শেখ মো: আব্দুল্লাহ বলেছেন, হজযাত্রীদের প্রতারণা ও ভোগান্তি হতে সম্পূর্ণ নিষ্কৃতি পেতে হলে হজযাত্রীদের সরাসরি অনুমোদিত হজ এজেন্সির সাথে লেনদেন করতে হবে। কোন ধরণের মধ্যস্বত্ত্বভোগী অথবা দালালের কাছে যাওয়া যাবে না।

তিনি বলেন, পোশাকধারী কিছু ব্যক্তি সাধারণ হজযাত্রীদের কম খরচে হজের ব্যবস্থা করে দিবে বলে হজযাত্রীদের অর্থ সংগ্রহ করে নিজেদের স্বার্থ উদ্ধার করে এবং দিন শেষে হাজিদের সাথে প্রতারণা করে। অনেক হজযাত্রী এ ধরণের দালালদের খপ্পড়ে পড়ে এবং বিড়ম্বনার শিকার হয়। এ ধরণের প্রতারকদের হাত থেকে নিষ্কৃতি পেতে হজযাত্রী, হজ এজেন্সি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সতর্ক ও সজাগ থাকতে হবে।

প্রতিমন্ত্রী আজ দুপুর ১২ টায় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত ২০১৯ খ্রি. সালের হজযাত্রী ও হজ গাইডদের হজ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণের জন্য গঠিত ToT টিমের সদস্যগণের প্রশিক্ষণ কমূর্সচির শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, হজ ব্যবস্থাপনাকে অতীতের চেয়ে উন্নততর করার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পক্ষের সাথে পরামর্শ গ্রহণ করে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি। ইতোমধ্যে সৌদি আরব সফর করে হজযাত্রীদের সুবিধার্থে বাংলাদেশ সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করা, মিনা-আরাফাতে যাতায়াত উন্নতমানের পরিবহন ও খাবার ব্যবস্থা করা, এজেন্সিদের ব্যবস্থাপনার সুবিধার্থে এজেন্সি প্রতি হজযাত্রীর সংখ্যা ১৫০ থেকে কমিয়ে ১০০-তে আনাসহ নানাবিধ ব্যবস্থা গ্রহণ করেছি।

বিশেষ করে জেদ্দা বিমান বন্দরে হজযাত্রীদের ৬ থেকে ৭ ঘন্টার অপেক্ষার বিড়ম্বনা কমানোর লক্ষ্যে বাংলাদেশ সৌদি আরব অংশের ইমিগ্রেশন সম্পন্ন করার জন্য সৌদি সরকারের উচ্চপদস্থ একটি প্রতিনিধি দল আগামী ০৯-১৪ এপ্রিল পর্যন্ত বাংলাদেশ সফর করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, হজযাত্রীদের সুন্দর ও সহজভাবে হজ পালনের জন্য হজ বিষয়ক  প্রশিক্ষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হজযাত্রীগণ নিজবাড়ি থেকে যাত্রা করে ইমিগ্রেশন, বিমানে আরোহণ, মক্কা ও মদিনা শরীফে যাতায়াত ও অবস্থান, মিনা-আরাফা ও মুজদালিফায় যাতায়াত ও হজের আরকান-আহকাম এবং সবশেষে নিরাপদে দেশে ফেরত আসা পর্যন্ত যাবতীয় বিষয়ে হজযাত্রীদের প্রশিক্ষণ গ্রহণ করতে পারলে হজ পালন সহজ হবে।

প্রতিমন্ত্রী প্রশিক্ষকদের উদ্দেশ্যে বলেন, আপনাদের মাধ্যমে নিজ নিজ জেলার হজযাত্রীদের প্রয়োজনীয় প্রশিক্ষণ গ্রহণ করবেন। সুতরাং আপনাদের আন্তরিকতা ও নিষ্ঠার সংগে আল্লাহর মেহমান হজযাত্রীদের প্রতিক্ষণ প্রদান করবেন।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আল্লাহর মেহমানদের ইহরাম পড়া অবস্থায় তাঁদের চোখের পানি দেখতে চান না। যাদের কারনে আল্লাহর মেহমানদের চোখে পানি আসবে তাঁদের ছাড় দেয়া হবে না। তাদের চোখ দিয়ে পানি ঝড়িয়ে ছাড়বো।

প্রতিমন্ত্রী বলেন, সকলের সহযোগিতায় এবারের হজকে অতীতের যেকোন বছরের চেয়ে উন্নত মানের হজ ব্যবস্থাপনায় উন্নীত করার লক্ষ্যে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাবো ইনশা আল্লাহ।

ধর্ম সচিব মো: আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরো বক্তব্য রাখেন হজ এজেন্সি এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) এর মহাসচিব শাহাদত হোসেন তসলিম প্রমুখ।

সভায় বিভিন্ন জেলা থেকে আগত জেলা প্রশাসকের প্রতিনিধি, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক, সিভিল সার্জনের কার্যালয়ের প্রতিনিধি, হাবের প্রতিনিধ, ধর্মীয় বিষয়ে অভিজ্ঞ একজন আলেমসহ জেলা পর্যায়ে প্রশিক্ষণ প্রদানকারী ToT টিমের সদস্যবৃন্দ।

Bootstrap Image Preview