Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড পাঁচবিবি, আহত ১৩

আল-কারিয়া চৌধুরী, পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৭:৩৪ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৭:৩৪ PM

bdmorning Image Preview


মাত্র ১ মিনিটের কালবৈশাখী ঝড়ে জয়পুরহাটের পাঁচবিবি দানেজপুর এলাকায় বসতবাড়ি, চালের গুদাম ও দানেজপুর কলেজ মাঠে থাকা ১০টি ভটভটি, একটি সিএনজি চালিত ট্যাক্সি ও একটি মিনি পিকআপ ঝড়ে উল্টে গিয়ে ভাংচুর হয়ে কয়েক লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা আড়াইটার দিকে পাঁচবিবির দানেজপুর কলেজ মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

এতে ভটভটির চালকসহ ১৩ জন গুরুত্বর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে পাঁচবিবি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে পাঠানো হয়েছে।

আহতরা হলেন- গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার ভটভটি চালাক ইউসুফ আলীর ছেলে ইদ্রিস আলী (৪০) ও শাহীন (২৮), অজিমদ্দিনের ছেলে লেবু মিয়া (৩৯), বদিউজ্জামানের ছেলে আ: খালেক (৩৫), পাঁচবিবির দানেজপুর এলাকার আতোয়ার হোসেনের স্ত্রী কান্দ্রি বেগম (৫০), মেয়ে আয়শা (৩২) ও নাগুড়গাছী এলাকার মৃত কসিম উদ্দীনের ছেলে নেজাম উদ্দীন (৬৫)।

এঘটনায় আরো বেশ কয়েকজনকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান, উপজেলা চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান। 
 

Bootstrap Image Preview