Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে হঠাৎ করেই বজ্রপাতসহ শিলাবৃষ্টি

রমজান আলী, ময়মনসিংহ (নান্দাইল) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৬:৪৬ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৭:০৭ PM

bdmorning Image Preview


ময়মনসিংহের নান্দাইলে সকাল থেকে দুপুর পর্যন্ত আবহাওয়া ছিল উষ্ণ। তবে হঠাৎ করেই শুরু হয়েছে শিলাবৃষ্টি। থেমে থেমে রোদের সোনালী আভাকে ঢেকে দিয়ে মুহূর্তের মধ্যেই আকাশ অন্ধকার হয়ে যায়।

মঙ্গলবার (২ এপ্রিল) দুপুর ৩টা ৩০ মিনিট থেকে শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত একটানা শিলাবৃষ্টি হয়।

এর আগে আবহাওয়া অধিদফতর থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়াবিদ আব্দুর রহমান জানান, আগামী ৩ দিন অর্থাৎ শুক্রবার পর্যন্ত ঢাকাসহ দেশের কিছু কিছু স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

বুধবার সকাল পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দুই এক জায়গায় অস্থায়ী দমকা ও ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিও হতে পারে।

এছাড়া সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

Bootstrap Image Preview