Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মোদিকে সমর্থন না করার জন্য অনুরোধ মমতার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৬:০০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির সহযোগী সংগঠনগুলো যাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সমর্থন না করে সেজন্য অনুরোধ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

সোমবার এক সভায় মমতা বলেন, এখন দেশের লড়াই মোদি এবং বিজেপি সভাপতি অমিত শাহের বিরুদ্ধে। এবারের নির্বাচন বিভিন্ন দিক থেকে বিশেষ।

রাজ্যে বিজেপির সংগঠন বৃদ্ধি সম্পর্কে মুখ্যমন্ত্রী বলেন, এবার বাংলায়  বিজেপি একটিও আসন পাবে না। তাছাড়া গোটা দেশে বিজেপির আসন সংখ্যা কমে ১২৫ হতে চলেছে। ২০১৪ সালে দক্ষিণ ভারতের অন্ধ্র, কেরালা কর্ণাটক এবং তামিলনাড়ু মিলিয়ে ১৯১ টি আসনের মধ্যে বিজেপি ২২টি পেয়েছিল।  

মমতা মনে করেন এবার সেই ফলের পুনরাবৃত্তি প্রয়োজন। অন্যদিকে গত নির্বাচনে উত্তর প্রদেশে বিজেপির ফল সবচেয়ে ভালো হয়েছিল। ৮০টির মধ্যে ৭৩টি আসন পেয়েছিল তারা। কিন্তু এবার মায়াবতী এবং অখিলেশ যাদবের জোট হওয়ায় সেই ফল আর হবে না।

Bootstrap Image Preview