Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নারী নির্যাতন মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৫৪ PM

bdmorning Image Preview


নারী শিশু নির্যাতন ও যৌতুক মামলায় নোয়াখালীর সেনবাগ উপজেলার ৩ নম্বর ডমুরুয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. বাকের আহমেদকে কারাগারে পাঠানো হয়েছে।

উচ্চ আদালত থেকে দীর্ঘদিন জামিনে থাকার পর বাকের আহমেদ আজ মঙ্গলবার নোয়াখালীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।

এসময় আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠায়।

২০১৮ সালে নোয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর আদালতে বাকের আহমেদের বিরুদ্ধে তার স্ত্রী স্কুল শিক্ষক তাসলিমা আক্তার নারী শিশু নির্যতন ও যৌতুকের একটি মামলা দায়ের করেন। দীর্ঘ তদন্ত শেষে আদালত ঘটনার সত্যতা পেয়ে বাকের আহমেদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। পরে বাকের আহমেদ এত দিন উচ্চ আদালত থেকে জামিনে ছিলেন।

Bootstrap Image Preview