Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাহুল গান্ধী হিন্দু নন; ভান করছেন: বিজেপি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০৪:৪৩ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ভারতের আসন্ন লোকসভা নির্বাচনের সময় যত ঘনিয়ে আসছে দেশটির ক্ষমতাসীন এবং বিরোধীদলীয় নেতারা ততই পরস্পরকে আক্রমণ-পাল্টা আক্রমণে বিদ্ধ করছেন। দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে এবার নিশানা করলেন বিজেপির জ্যেষ্ঠ নেতা সুব্রহ্মণ্যম স্বামী। তার দাবি, রাহুল গান্ধী হিন্দু নন; তবে তিনি হিন্দু হওয়ার ভান করছেন।

এখানেই থেমে নেই তার আক্রমণ। সুব্রহ্মণ্যম স্বামী বললেন, রাহুল গান্ধীর কাছে চারটি দেশের পাসপোর্ট রয়েছে। দেশটির টেলিভিশন চ্যানেল জি নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমন দাবি করেন। বিজেপির এই নেতার দাবি, রাহুল ভিঞ্চি নামে রাহুল গান্ধীর একাধিক দেশের পাসপোর্ট রয়েছে।

এমনকি রাহুল গান্ধীর চেলি পরা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বলেন, চেলি কী করে পরে তাও জানা নেই তার। স্বামীর দাবি, পোশাকের ওপর চেলি পরেন রাহুল গান্ধী। কিন্তু চেলি পরতে হয় খালি গায়ে। সেটাই চেলি পরার প্রকৃত পদ্ধতি। চেলি পরলে গায়ে সেলাই করা কোনো পোশাক রাখা যায় না। রাহুল গান্ধী সম্ভবত সেকথা জানেন না।

বিজেপির জ্যেষ্ঠ এই নেতা বলেন, রাহুল গান্ধী আসলে খ্রিষ্টান। তার বাড়িতে একটি ছোট গির্জা রয়েছে। প্রতি রোববার সেখানে রাহুল প্রার্থনা করেন।

সুব্রহ্মণ্যম স্বামীর দাবি, রাহুল গান্ধী সপ্তাহে ছয়দিন হিন্দু হওয়ার অভিনয় করেন। রোববার গির্জায় গিয়ে পাপস্খলন করেন। এমনকি প্রিয়াঙ্কা গান্ধীকেও মন্দিরে গিয়ে নিজেকে হিন্দু প্রমাণ করতে বাধ্য করে কংগ্রেসিরা। কারণ, বর্তমান পরিস্থিতিতে নিজেকে হিন্দু প্রমাণ করতে না পারলে কংগ্রেস যে টিকতে পারবে না তা বুঝতে পেরেছে তারা।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ম্যায় ভি চৌকিদার অভিযানের বিরোধিতা করে স্বামী বলেন, আমি ব্রাহ্মণ। তাই চৌকিদার হতে পারব না। গিতায় আমার কর্ম লেখা আছে। আমার কাজ চোর ধরা নয়, তাকে সাজা দেয়া। ব্রাহ্মণের জ্ঞানী ও ত্যাগী হওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

স্বামীর দাবি, রাহুল গান্ধীর মধ্যে ব্রাহ্মণ হওয়ার কোনো লক্ষ্মণ নেই। তার কথায়, রাহুল গান্ধী একাধিক পরীক্ষায় ফেল করেছেন। রাহুল গান্ধী এমফিল পাস করতে পারেননি। তিনি বলেন, বিদেশ সফরের সময় রাহুল গান্ধী নাইট ক্লাবে যান।

সূত্র : জি নিউজ।

Bootstrap Image Preview