Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ছিনতাইকারীর কবলে পড়ে বিয়ে করা হল না প্রেমিক-প্রেমিকার

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০২:৪৭ PM

bdmorning Image Preview
প্রতীকী


নওগাঁর আত্রাইয়ে ছিনতাইকারীর কবলে পড়ে বিয়ে করা হল না প্রেমিক-প্রেমিকার। এ সময় তাদের কাছে থেকে স্বর্ণালংকার, টাকা ও এলসিডি মনিটর ছিনতাই করে নিয়ে যায় তারা। 

সোমবার (১ এপ্রিল) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ্ সংলগ্ন রাস্তায় এ ঘটনাটি ঘটে। ওই রাতেই উপজেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে কাশিয়াবাড়ি ও ভোঁপাড়া এলাকা থেকে ৫ জন ছিনতাইকারীকে আটক করে পুলিশ। 

আটককৃত ছিনতাইকারীরা হলো, উপজেলার কাশিয়াবাড়ি গ্রামের আব্দুল গাফারের ছেলে মনিরুল ইসলাম (৩৪), একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে শাহিনুর রহমান (৪৭), ভোঁপাড়া গ্রামের শুকুর আলীর ছেলে হাসান আলী (৪৬), একই গ্রামের আবুল প্রামানিকের ছেলে লুৎফর রহমান (৩৪) ও আহম্মদ আলীর ছেলে রেজাউল করিম তুফান (৩০)।

জানা গেছে, উপজেলার হেঙ্গলকান্দি গ্রামের মোতাহার হোসেনের ছেলে জেমস্ রাইহান ও একই গ্রামের রুস্তম আলীর মেয়ে নুপুর আক্তার মালার সাথে প্রেমের সম্পর্ক চলছিলো। এরই ধারাবাহিকতায় গত সোমবার রাত ১২টার দিকে বিয়ের উদ্দেশ্যে ঢাকা যাওয়ার জন্য বাড়ি থেকে পালিয়ে সিএনজি যোগে তারা আত্রাই রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে রওনা হয়। সিএনজি উপজেলার কাশিয়াবাড়ি ঈদগাহ সংলগ্নে পৌঁছালে ৫ জন ছিনতাইকারী এসে তাদের গতিরোধ করে অস্ত্রের মুখে ভয় দেখিয়ে তাদের কাছে থাকা স্বর্ণের চেইন, টাকা, এলসিডি মনিটর ছিনতাই করে পালিয়ে যায়। 

পরে তারা আত্রাই স্টেশনে পৌঁছালে রাত্রিকালীন ডিউটিরত আত্রাই থানা এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম ও এসআই ছাইফুল তাদের সন্দেহভাজন চলাফেরা দেখে তাদের জিজ্ঞাসা করে এবং তারা বিস্তারিত ঘটনা খুলে বলেন। পরে ওই রাতেই এসআই মোস্তাফিজুর রহমান, এসআই সুতসোম সরকার ও এসআই ছাইফুল সিএনজি ডাইভারকে জিজ্ঞাসাবাদ করে ছিনতাইকারীদের সনাক্ত করে। পরে তারা সঙ্গীয় ফোর্সসহ ওই রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে লুন্ঠিত স্বর্ণের চেইন, টাকা ও এলইডি মনিটরসহ তাদের ৫ জনকে আটক করে থানায় নিয়ে আসে।

এ ঘটনায় মঙ্গলবার সকালে জেমস্ রাইহান বাদী হয়ে ৫ ছিনতাইকারীদের বিরুদ্ধে আত্রাই থানায় একটি মামলা দায়ের করেন।

ছিনতাইকারীদের আটকের সত্যতা নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মোবারক হোসেন জানান, ঘটনা শোনার পর ওই রাতেই পৃথক পৃথক অভিযান চালিয়ে ৫জন ছিনতাইকারীকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার তাদের নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
 

Bootstrap Image Preview