Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২১ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কারাভোগ শেষে ভারতীয় নাগরিককে হস্তান্তর করেছে হিলি পুলিশ

সোহেল রানা, হিলি (দিনাজপুর) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ০১:৪৮ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ০১:৫০ PM

bdmorning Image Preview


অবৈধপথে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে ১৭ মাস কারাভোগ শেষে আহসান হাবিব নামে এক ভারতীয় নাগরিককে ভারতের পুলিশের কাছে হস্তান্তর করেছে হিলি ইমিগ্রেশন পুলিশ।

মঙ্গলবার (২ এপ্রিল) বেলা ১১ টার সময় হিলি সীমান্তের চেকপোষ্ট গেটের শুন্যরেখা দিয়ে বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে ওই যুবককে ভারতীয় পুলিশের নিকট হস্তান্তর করেন হিলি ইমিগ্রেশন চেকপোষ্ট পুলিশ। সে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার পুষমন্ডি থানার চন্ডিপুর গ্রামের হানিফ আহম্মেদের ছেলে।

হিলি ইমিগ্রেশন চেকপোষ্টের ওসি ফিরোজ কবির জানান, আজ থেকে ১৭ মাস আগে কোন ধরনের বৈধ কাগজপত্র ছাড়া ওই যুবক দিনাজপুরের সাটিমাড়ী বিরল সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করেন। এসময় বিরল থানা পুলিশ সদস্যরা তাকে আটক করে।

তিনি আরো বলেন, পুলিশ তাকে আদালতে হাজির করলে আদালত তাকে ১৭ মাসের সাজা দেন। আজ তার সাজার মেয়াদ শেষ হওয়ায় দিনাজপুর জেলা কারাগার কতৃপক্ষ তাকে আমার নিকট হস্তান্তর করলে আমরা তাকে ভারতের পুলিশের নিকট হস্তান্তর করেছি।

Bootstrap Image Preview