Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে মা-ছেলেকে কুপিয়ে জখম

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১২:৫১ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে বৃদ্ধা মাসহ ছেলেকে কুপিয়ে আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় প্রতিপক্ষের লোকজন বাড়িঘরে হামলা করে স্বর্ণালংকারসহ নগদ টাকা লুট করে নিয়ে যায়।

সোমবার (১ এপ্রিল) বিকেলে উপজেলার তারাবো পৌরসভার প্রবনকুল এলাকায় ঘটে এ ঘটনা। এ ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

বাদী সরশ আলীর লিখিত অভিযোগে জানা যায়, পূর্ব শত্রুতার জেরে একই এলাকার সাদ্দাম, মহাসিন, মাহিদুল, শুক্কুর আলী, শামীম সহ অজ্ঞাত ৪/৫ জন মিলে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে তার বসত বাড়িতে হামলা চালায়। এ সময় তার ভাই রকমত উল্লাহ ভাঙচুরে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন তাকে পিটিয়ে ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। রকমত উল্লার ডাক চিৎকারে তার বৃদ্ধ মা সালমা বেগম আগাইয়া আসলে প্রতিপক্ষের লোকজন তাকেও পিটিয়ে আহত করে।

এ ছাড়া সন্ত্রাসীরা ঘর থেকে নগদ টাকা ও স্বর্ণালংকারও লুটে নেয় বলে তিনি দাবি করেন। তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষের লোকজন তাদের হুমকি দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত অবস্থায় রকমত উল্লাহকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও তার মাকে স্থানীয় হাসপাতালে ভর্তি করে।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এ ধরনের অভিযোগ পেয়েছি তদন্ত মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview