Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি

লিখন রাজ, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: ০২ এপ্রিল ২০১৯, ১২:৪১ PM
আপডেট: ০২ এপ্রিল ২০১৯, ১২:৪৯ PM

bdmorning Image Preview


নারায়ণগঞ্জের রূপগঞ্জে অস্ত্রের মুখে জিম্মি করে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা ব্যবসায়ীসহ ৩ জনকে পিটিয়ে আলমারি ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ কমপক্ষে আড়াই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায় বলে জানা যায়।  

সোমবার (১ এপ্রিল) দুপুরে এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী ব্যবসায়ী নয়ন চন্দ্র দাস। এর আগে রবিবার রাত ২টার দিকে উপজেলার ভোলাব ইউনিয়নের ভোলাব গ্রামে এই ঘটনা ঘটে।

ব্যবসায়ী নয়ন চন্দ্র দাস জানান, তিনি স্থানীয় আতলাপুর বাজারে মিষ্টির ব্যবসা করেন। রবিবার রাত ২টার দিকে ১০/১২ জনের একদল ডাকাত বাউন্ডারি দেয়াল টপকে বাড়ির ভেতরে ঢুকে। ডাকাতদের উপস্থিতি টের পেয়ে বাড়ির নৈশপ্রহরী সুরুজ মিয়া ঘর থেকে বের হলে তাকে মারধর করে তার হাত-পা ও মুখ বেঁধে ফেলে।  চেঁচামেচির শব্দ শুনে ঘর থেকে বের হলে ডাকাতরা ব্যবসায়ী নয়ন চন্দ্র দাস, ছেলে সুদীপ্ত চন্দ্র দাসকে মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময়  তারা নয়ন চন্দ্র দাস, ছোটভাই দোলন দাস ও ছেলে সুদীপ্ত দাসের ঘরের আলমারি ভেঙে নগদ টাকা, মোবাইলফোন, স্বর্ণালংকারসহ কমপক্ষে আড়াই লাখ টাকার মালামাল লুটে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এব্যাপারে নয়ন চন্দ্র দাস বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

বাড়ির কেয়ারটেকার সুরুজ মিয়া জানান, রাতে দেয়াল টপকে ১১ জনের ডাকাত দল বাড়িতে প্রবেশ করে। এসময় আমার ঘরে আমি ছিলাম তবে তাদেরকে দেখতে পেয়ে লাইট তাদের দিকে ধরি। তাদের মধ্যে ৪ জন মুখোশ পড়া ছিল। পরে আমাকে তারা বেঁধে ফেলে এবং মুখে কাপড় দিয়ে দেয়। পরে নয়ন চন্দ্র দাসকে গুলি করার ভয় দেখিয়ে তার দরজা খুলিয়ে তাদেরকে জিম্মি করে বাড়ির নগদ ৯০ হাজার টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ডাকাতদের হাতে এ সময় বিভিন্ন দেশীয় অস্ত্র ছিল বলে জানান সুরুজ মিয়া।

রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। ডাকাত সদস্যদের গ্রেফতার ও মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে। 

Bootstrap Image Preview