Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মসজিদের ইমামের ফোন চুরি, তিন শিশুকে নিষ্ঠুর নির্যাতন

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:০৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১২ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় মুঠোফোন চুরির অভিযোগে প্রাথমিক বিদ্যালয় পড়ুয়া তিন শিশুকে হাত-পা বেঁধে নির্যাতন করা হয়েছে। ওই তিন শিশু এখন গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

এ ঘটনায় আজ সোমবার দুপুরে নির্যাতিত এক শিশুর বাবা মো. সোহরাব উদ্দিন বাদী হয়ে ইছব আলী, আসাদ মিয়া, রুহুল আমীনসহ পাঁচজনকে আসামি করে গফরগাঁও থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, গফরগাঁও ৩ নম্বর চরআলগী ইউনিয়নের চরমছলন্দ মোড়লপাড়া জামে মসজিদের ইমাম ইছব আলীর (৩৫) মুঠোফোন মসজিদ থেকে চুরি হয়।

এতে সন্দেহ করা হয় ১৩ নম্বর উত্তর চরমছলন্দ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র মোড়লপাড়া গ্রামের সোহরাব উদ্দিনের ছেলে শাকিব (৮), হেলালের ছেলে ইয়াছিন (১০) ও মুন্নাছ মিয়ার ছেলে আমিরুলকে (৮)।

গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দোকান থেকে ডেকে নিয়ে মসজিদের সামনে হাত-পা বেঁধে ওই তিন শিশুকে পেটানো হয় লাঠি দিয়ে। এতে নেতৃত্ব দেন মোড়লপাড়া গ্রামের বাপ্পি (৩০), আসাদ মিয়া (৫৫), রুহুল মিয়া (২৫), মসজিদের ইমাম ইছব আলী (৩৫)। মারধরের শিকার শিশুদের চিৎকার শুনে এলাকার লোকজন গিয়ে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

এ বিষয়ে জানতে চাইলে গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান জানান, বাদীর লিখিত অভিযোগ পাওয়ার পরপর আসামিদের গ্রেপ্তার করতে পুলিশ পাঠানো হয়। শিশু নির্যাতনের ঘটনায় জড়িতদের কাউকে ছাড় দেওয়া হবে না।

Bootstrap Image Preview