Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জার্মানিতে প্লেন বিধ্বস্ত হয়ে রুশ ধনকুবের নারী নিহত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৬:১৮ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৬:১৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


জার্মানিতে ব্যক্তিগত বিমান বিধ্বস্ত হয়ে রাশিয়ার দ্বিতীয় বৃহত্তম এয়ারলাইন্স এস৭-য়ের সহ-স্বত্বাধিকারী নাতালিয়া ফিলেভার মৃত্যু হয়েছে। নাতালিয়া রাশিয়ার অন্যতম ধনকুবের নারী। সাইবেরিয়া এয়ারলাইন্স হিসেবে পরিচিত এস৭-য়ের অধিকাংশ শেয়ারের মালিক ছিলেন তিনি।

জানা গেছে, ব্যক্তিগত উড়োজাহাজে করে ফ্রান্সের কান শহর থেকে দেশে ফিরছিলেন নাতালিয়া। জার্মানির ফ্রাঙ্কফুর্টের এগলসবাক বিমানবন্দরের কাছে প্লেনটি বিধ্বস্ত হয়। এই ঘটনায় বিমানের প্লেনটির পাইলটসহ তিন যাত্রীই মারা গেছেন। 

এস৭-য়ের তরফ থেকে জানানো হয়েছে, কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে তা এখনও পরিষ্কার নয়। বিমানটি ফ্রান্স থেকে যাত্রা করেছিল। ফোবর্স ম্যাগাজিনের তথ্য অনুযায়ী, ৫৫ বছর বয়সী এই নারীর সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার।

রাশিয়া ও আন্তর্জাতিক কর্তৃপক্ষ বিমান বিধ্বস্তের ঘটনা তদন্ত করবে বলে জানানো হয়েছে। তার পরিবার এবং স্বজনদের প্রতি সমবেদনা প্রকাশ করেছে এস৭ গ্রুপ।

রাশিয়ায় অ্যারোফ্লটের প্রধান প্রতিদ্বন্দ্বী মনে করা হয় এস৭ এয়ারলাইন্সকে। কোম্পানির ওয়েবসাইট অনুযায়ী, এস-সেভেনের বহরে ৯৬ টি বিমান রয়েছে। এগুলো ২৬ টি দেশের ১৮১ টি শহরে ফ্লাইট পরিচালনা করে।

প্রসঙ্গত,  নাতালিয়া রাশিয়ার অন্যতম ধনী নারী। ফোর্বস ম্যাগাজিন বলছে, নাতালিয়ার মোট সম্পদের পরিমাণ ৬০ কোটি ডলার।

Bootstrap Image Preview