Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

১৫ বার নির্বাচিত করায় জনগণকে ধন্যবাদ জানালেন এরদোগান

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০৪:৫০ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ক্ষমতাসীন দল একে পার্টিকে ধারাবাহিকভাবে ১৫ বার নির্বাচিত করায় তুরস্কের জনগণকে ধন্যবাদ জানিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।

সোমবার সকালে একে পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের বারান্দায় দাঁড়িয়ে জনগণকে ধন্যবাদ জানান তিনি।

নির্বাচনে জয়ের পর ভোটারদের উদ্দেশে এরদোগান বলেন, ৫৬ শতাংশ পৌরসভায় একে পার্টিকে নির্বাচিত করায় তুরস্কের সব জনগণকে ধন্যবাদ জানাচ্ছি।

আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের কুর্দি ভাইদের, যারা এই টিকে থাকার লড়াইয়ে আমাদের সংবেদনশীলতা জানিয়েছেন।

নির্বাচনের বেসরকারি ফল অনুযায়ী, তুরস্কের ক্ষমতাসীন দল একে পার্টি ১৬টি পৌরসভা ও ২৪টি শহরে জয় পেয়েছে বলে দাবি করেছেন একে পার্টির এক নেতা।

এরদোগান বলেন, নির্বাচনে আমরা আমাদের কাঙ্ক্ষিত ফল পাইনি। নির্বাচনে কেন এই বিপর্যয় তা খতিয়ে দেখবেন বলে জানিয়েছেন এরদোগান।

পাশাপাশি আগামী দিনগুলোতে নিজের দল ও দেশকে পরিবর্তনের মাধ্যমে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবেন তিনি।

এ ছাড়া তুরস্কের অর্থনীতি শক্তিশালীকরণ, উন্নয়ন বজায় রাখা এবং কর্মসংস্থান বৃদ্ধির প্রতি অগ্রাধিকার দেয়া হবে বলে জানান তিনি।

Bootstrap Image Preview