Bootstrap Image Preview
ঢাকা, ০৭ মঙ্গলবার, মে ২০২৪ | ২৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

শত্রুর রাডার খুঁজতে ‘এমিস্যাট’ উপগ্রহ পাঠাল ভারত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ০২:৫৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ০২:৫৫ PM

bdmorning Image Preview


ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) রকেট পিএসএলভি-সি ৪৫ মোট ২৯টি স্যাটেলাইট নিয়ে মহাকাশে রওনা দিয়েছে।

এর মধ্যে রয়েছে- এমিস্যাট কৃত্রিম উপগ্রহটিও। ইলেকট্রনিক ইনটেলিজেন্স স্যাটেলাইট এমিস্যাট শত্র‌ুদেশের রাডারে নজর রাখবে।

সোমবার (১ এপ্রিল) সকাল ৬টা২৫ মিনিট থেকে শুরু হয় ক্ষণগণনা।

অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে সোমবার স্থানীয় সময় সকাল ৯টা ২৫ মিনিটে পাড়ি দিল পিএসএলভি-সি৪৫। তিনটি দেশের ২৮টি স্যাটেলাইট এবং ডিআরডিও-র এমিস্যাট নিয়ে রওনা দিল এই রকেট। ইসরোর ইতিহাসে এই প্রথম একটি রকেট এতগুলি কৃত্রিম উপগ্রহকে ৩টি ভিন্ন কক্ষপথে স্থাপন করবে। 

এই প্রথম কোনও নজরদারি স্যাটেলাইট মহাকাশে পাঠাল ইসরো। মিশন শক্তি সফল ভাবে করার পর এবার ডিআরডিও'র এমিস্যাটের ওপরেও ভরসা রাখা হচ্ছে।  

Bootstrap Image Preview