Bootstrap Image Preview
ঢাকা, ০৩ শুক্রবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রি, গ্রেফতার ৫

আজিজুল ইসলাম সজীব, হবিগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১২:০৫ PM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১২:৩৬ PM

bdmorning Image Preview


হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীর চর কেটে বালু বিক্রির দায়ে ৫ জনকে গ্রেফতার করে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমান আদালত। 

রবিবার (৩১ মার্চ) দুপুর ১টার দিকে উপজেলার দীঘলবাক ইউনিয়নের কুশিয়ারা নদীর চরে ঝটিকা অভিযান চালান হয়। এসময় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ-বিন হাসান।

গ্রেফতারকৃত আসামিরা হলেন- কসবা গ্রামের ফুরমান মিয়াকে (২৫) ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।এছাড়া মালেক মিয়া (২৬), কনু মিয়া (৩০), রিপন মিয়া (২৪) ও কাওছার আহমেদকে (২৬) ১ সপ্তাহের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

জানা যায়, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের বুক চিরে প্রবাহিত কুশিয়ারা নদীতে বর্তমান সময়ে পানি না থাকায় কসবা গ্রামে বিশাল চর জেগেছে। দীর্ঘদিন যাবত কোনো ধরণের ইজারা ছাড়াই প্রতিদিন নদীর চর কেটে বিভিন্ন কোম্পানির কাছে বিক্রি করে কয়েকটি প্রভাবশালী মহল ।

খবর পেয়ে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসানের নেতৃত্বে ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির একদল পুলিশকে সঙ্গে নিয়ে কুশিয়ারা নদীর বালুর চর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। 

এ ব্যাপারে নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন-হাসান বলেন, বিষয়টি আমাদের নজরে আসে। তাই আমরা তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৫ জনকে গ্রেফতার করি এবং আসামিদের ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

ফের যদি কেউ চর কেটে বালু বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Bootstrap Image Preview