Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দিনের বেলায় চাকরি, রাতে কবর খুঁড়ে কঙ্কাল চুরি!

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:২৭ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:২৭ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


গাজীপুরের শ্রীপুরে পূর্বনিজমাওনা গ্রামের পুরাতন কবর থেকে কঙ্কাল চুরি হওয়ার পরদিন ৩১ মার্চ রবিবার সকাল সাড়ে ৮টায় স্থানীয় এলাকাবাসীর হাতে কঙ্কালসহ ১ জন আটক হয়েছে। আটক হওয়া কঙ্কাল চোর জামালপুর সদর উপজেলার পিয়ারপুর গ্রামের মৃত রহমানের ছেলে শরিফুল ইসলাম মুসা (৩০)।

স্থানীয় সূত্র থেকে জানা গেছে, শ্রীপুরের গাজীপুর ইউনিয়নের নিজ মাওনা গ্রামের নিউ গোল্ডেন এগ্রো ফার্মস লিমিটেডে চাকরি করে মুসা। এ সময় এলাকাবাসীরা ক্ষিপ্ত হয়ে গোল্ডেন ফিড মিল ভাঙচুর করে। ঘটনাস্থলে শ্রীপুর থানা পুলিশ এসে বিষয়টি নিয়ন্ত্রণে আনে।

এ ব্যাপারে আটককৃত মুসা বলেন, তার সহযোগী সহোদর ভাগিনা ময়মনসিংহ সদর উপজেলার কালিবাড়ি এলাকার নুরু সাধুর ছেলে সোহেল (২৫)। দীর্ঘদিন যাবৎ সোহেল কঙ্কাল চুরির সাথে জড়িত। প্রতিটি কঙ্কালের বিনিময়ে মুসা পেত এক হাজার টাকা। সোহেল বর্তমানে গাজীপুরের (জিএমপি) বড়বাড়ি এলাকায় থাকে।

গত ৩০ মার্চ গভীর রাতে উপজেলার গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামে পুরাতন কবর খুঁড়ে দুটি কঙ্কাল বস্তায় ভরে। আরেকটি কবর খোঁড়ার সময় এলাকাবাসী টের পেয়ে যায়। তখন তারা পালিয়ে যায়।

এ ব্যাপারে শ্রীপুর মডেল থানার উপপরিদর্শক (এসআই) সাকিব নাজমুল বলেন, কঙ্কালসহ চোরকে আটক করা হয়েছে। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Bootstrap Image Preview