Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নান্দাইলে চেয়ারম্যান নির্বাচিত হলেন স্বতন্ত্র প্রার্থী জুয়েল 

রমজান আলী, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM
আপডেট: ০১ এপ্রিল ২০১৯, ১০:১৫ AM

bdmorning Image Preview


৩১ মার্চ অনুষ্ঠিত নান্দাইল উপজেলা পরিষদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হাসান মাহমুদ জুয়েল বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।

উক্ত নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী উপজেলা চেয়ারম্যান আব্দুল মালেক চৌধুরী স্বপনকে পরাজিত করে বিজয় ছিনিয়ে আনেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক, সাবেক ছাত্রনেতা ও এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন সমর্থিত তৃণমূল আওয়ামী লীগের পছন্দের প্রার্থী হাসান মাহমুদ জুয়েল।

এজন্য তিনি নানা ঘাত-প্রতিঘাত সহ্য করে এগিয়ে গেছেন উপজেলার প্রতিটি গ্রামের সাধারণ মানুষের বাড়ি বাড়ি।

নান্দাইলে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন ধারা বহমান রাখতে এবং দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত আধুনিক নান্দাইল উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের কাছে সহযোগীতা চেয়েছিলেন। আর সেই ভোটার জনসাধারণ জুয়েলের প্রতিশ্রুতি রক্ষায় বিপুল ভোটে স্বতন্ত্র প্রার্থী জুয়েলকে বিজয়ী করে।

ক্লিন ইমেজের এই তৃণমূলের পরিক্ষীত নেতা হাসান মাহমুদ জুয়েল দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে অঙ্গা-অঙ্গিভাবে জড়িত থেকে আ'লীগের অন্যতম অঙ্গসংগঠন বাংলাদেশ ছাত্রলীগ নান্দাইল উপজেলা শাখার আহ্বায়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।  

শুধু তাই নয়, ৯০ এর গণআন্দোলনে অংশগ্রহণ করেন এই নেতা। পরিক্ষীত এ নেতাকেই আসন্ন নির্বাচনে উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দেখতে চায় তৃণমূলের নেতাকর্মী ও সাধারণ জনগণ।

এ বিষয়ে হাসান মাহমুদ জুয়েল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তথা আওয়ামী লীগ সরকারের ডিজিটাল দেশগড়ার বাস্তবায়নে দলের পাশে ছিলাম, আছি এবং থাকবো। নান্দাইলকে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করে এমপি আনোয়ারুল আবেদীন খান তুহিন মাধ্যম নান্দাইলে উন্নয়নের ধারা আরো গতিশীল করে জনগণকে দেওয়া প্রতিশ্রুতি রক্ষা করবো ইনশাল্লাহ। 
 

Bootstrap Image Preview