Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

কালবৈশাখীর তাণ্ডব: এতো বড় শিলা কখনো দেখেনি এলাকাবাসী

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৯:৫৬ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৯:৫৬ PM

bdmorning Image Preview


সারাদেশের মতো জামালপুরের মাদারগঞ্জের ওপর দিয়ে বয়ে গেছে ঝড়ো হাওয়া। সেই সঙ্গে হয়েছে ব্যাপক শিলাবৃষ্টি। এ শিলাবৃষ্টি তাণ্ডব চালিয়েছে ফসলি জমিতে।

রবিবার ব্যাপক শিলা বৃষ্টিতে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭টি ইউনিয়ন ও পৌর এলাকায় ধান ও সবজিসহ ফসলের ক্ষতি হয়েছে। দুপুর দুইটার পর থেকে প্রায় এক ঘন্টা শিলা বৃষ্টিতে উপজেলার বিস্তীর্ণ ইরি বোরো ফসল, শসা, মরিচ, করল্লা, শাকসবজির ক্ষতি হয়।

এলাকাবাসী জানিয়েছেন, এতো বড় শিলা তারা কখনো দেখেননি। কোন শিলার ওজন ছিল প্রায় ৩শ থেকে ৪ গ্রাম।

উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ তানভীর আহম্মেদ জানিয়েছেন, শিলাবৃষ্টিতে উঠতি ইরি, বোরো ধান, পাট ও সবজির ক্ষতি হয়েছে। পাশাপাশি আমের মুকুলের এবং আন্য ফলের ব্যাপক ক্ষতির আশংকা রয়েছে। তবে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে মাঠের প্রতিবেদন না আসা পর্যন্ত বলা যাচ্ছে না।

Bootstrap Image Preview