Bootstrap Image Preview
ঢাকা, ০২ বৃহস্পতিবার, মে ২০২৪ | ১৯ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে সহায়তা প্রদান

গোদাগাড়ী (রাজশাহী) প্রতিনিধি
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৬:০৯ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৮:৪৯ PM

bdmorning Image Preview


রাজশাহীর গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান ও নদী ভাঙন কবলিত ক্ষতিগ্রস্তদের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) নদী ভাঙন, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর জন্য অনুদান ও ছাত্র-ছাত্রীদের মাঝে জাতীয় সমাজকল্যাণ পরিষদের বরাদ্দকৃত এ শিক্ষা সহায়তা প্রদান করা হয়।

গোদাগাড়ী উপজেলা প্রশাসন ও সমাজসেবা অধিদফতর আয়োজিত বিতরণী অনুষ্ঠানে রাজশাহী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিল্প প্রতিমন্ত্রী ওমর ফারুক চৌধুরী প্রধান অথিতি হিসেবে এসব বিতরণ করেন।

এ সময় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত ৫৪টি পরিবারকে ১ লক্ষ ১০ হাজার টাকা, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সম্প্রদায়ভুক্ত জনগোষ্ঠীর ৬৮টি পরিবারকে এককালীন ২ লক্ষ ৭২ হাজার টাকা এবং ক্ষুদ্র নৃ-গোষ্ঠী কলেজ ও বিশ্বাবিদ্যালয়ে অধ্যয়নরত ৮৬ জন শিক্ষার্থীদের মাঝে ৩ লক্ষ ৪৪ হাজার টাকা বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শিমুল আকতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান মোঃ ইসহাক, গোদাগাড়ী পৌর মেয়র মনিরুল ইসলাম বাবু, নবনির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, সদ্য নির্বাচিত ভাইস চেয়ারম্যান আব্দুল মালেক, উপজেলা সমাজসেবা অফিসার রাশেদুজ্জামান, পৌর আওয়ামী লীগ সভাপতি অয়েজ উদ্দীন বিশ্বাস, সাধারণ সম্পাদক রবিউল আলম, উপজেলা আওয়ামী লীগ ভারপ্রাপ্ত সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ও স্থানীয় সুধীজন।

Bootstrap Image Preview