Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে শেষ হলো ভোট গ্রহণ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৫:০৩ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৫:০৩ PM

bdmorning Image Preview


নরসিংদী সদর উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে ভোট গণনা।

রবিবার (৩১ মাচ) নরসিংদী সদর উপজেলা পরিষদের ৪র্থ ধাপের নির্বাচন অনুঘ্ঠিত হয়।

সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোটাররা তাঁদের পছন্দের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও নারী ভাইস চেয়ারম্যান নির্বাচিত করতে ভোট দিয়েছেন।

উপজেলা নির্বাচনের ফলাফল কেমন হবে, ক্ষমতাশালী ও স্বতন্ত্রদের মধ্যে উদ্বেগ- উৎকন্ঠা বিরাজ করছে। বিএনপি-জামায়াত নির্বাচনে অংশ না নেওয়ার কারণে ফলাফলকে এতটা গুরুত্ত্ব দিচ্ছে না ভোটাররা।

এদিকে ব্যপক উৎসব মুখর পরিবেশে প্রতিটি কেন্দ্রে তাদের পছন্দমত প্রার্থীকে দিলেন ভোট। বেলা বাড়ার পর পরই ভোটারদের উপস্থিতি ব্যপক আকারে সাড়া পেয়েছে।

কিন্তু প্রতিটি কেন্দ্রে একদিকে ভোট গণনা হচ্ছে অপরদিকে বাইরে চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা কেমন হবে এই ফলাফল তা নিয়েই আলোচনা করছেন।

নরসিংদী সদর উপজেলার চারটি ইউনিয় রয়েছে চরাঞ্চলে। এর মধ্যে একটি রয়েছে মেঘনার অপারে। যে ইউনিয়নের নাম চরদিঘলদী। চেয়ারম্যান ও ভাইসচেয়ারম্যান প্রার্থীরা তাদের কর্মীদেরকে উপজেলায় যাওয়ার জন্য নির্দেশ প্রদান করেন। চরদীঘলদী উচ্চ বিদ্যালয়ে বিচ্ছিন্ন একটি ঘটনার পর পুনরায় ভোট নেওয়া হয়।

এদিকে নৌকা সমর্থিত প্রার্থী সদর উপজেলার আওয়ামী লীগের সভাপতি সফর আলী ভূইয়া সংবাদ কর্মীদের জানান, অত্যন্ত শান্তি সুষ্ঠু ভাবে ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পেরেছে। তাই আমি আশাবাদী বিপুল ভোটে জয়যুক্ত হব ও জয়ী হয়ে নতুন আকারে একটি উপজেলা উপহার দিব এই সদর উপজেলা বাসীকে।

এই দফায় নরসিংদীতে শেষ হল ৫টি উপজেলা নির্বাচন।

Bootstrap Image Preview