Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ভারতীয় বিমান মিগ-২৭ যুদ্ধবিমান বিধ্বস্ত

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ০৩:১১ PM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ০৩:১১ PM

bdmorning Image Preview


ভারতীয় বিমান বাহিনীর একটি মিগ-২৭ যুদ্ধবিমান রাজস্থানে বিধ্বস্ত হয়েছে। ভারতীয় এক গণমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে জানানো হয়, রবিবার (৩১ মার্চ) সকালে রাজস্থানের সিরোহী নামক এলাকায় ভারতীয় বিমানবাহিনীর রুশ প্রযুক্তিতে তৈরি মিগ-২৭ মডেলের যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে।

ভারতীয় এক বার্তা সংস্থা জানিয়েছে, বিমান বাহিনীর 'রুটিন মিশনে' মিগ-২৭ ইউপিজি বিমানটি রাজস্থানের যোধপুর থেকে উড্ডয়ন করে।

উড্ডয়নের পর যোধপুর থেকে প্রায় ১৮০ কিলোমিটার দূরে সিরোহীর শেওগঞ্জের কাছে গোদানাতে বিমানটি বিধ্বস্ত হয়।

ভারত গত শতাব্দীর শেষদিকে তৎকালীন সোভিয়েত ইউনিয়নের কাছ থেকে ভূমিতে হামলা চালাতে সক্ষম এই যুদ্ধবিমানগুলো কিনেছিল।

তারপর কাশ্মীর নিয়ে পাকিস্তানের বিবাদে ১৯৯৯ সালে কারগিল যুদ্ধে পার্বত্য লক্ষ্য স্থলগুলোতে হামলা চালাতে এসব বিমান ব্যবহার করেছিল ভারতীয় বাহিনী। 

Bootstrap Image Preview