Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অল্পের জন্য বেঁচে গেলেন আফগান ভাইস প্রেসিডেন্ট

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১১:৫৪ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:৫৪ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রাণঘাতী হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছেন আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট আব্দুল রশিদ দোস্তাম।

গতকাল শনিবার দোস্তামের গাড়িবহর লক্ষ্য করে চালানো হামলায় তার এক দেহরক্ষী নিহত হয়েছেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে দ্বিতীয়বারের মতো দোস্তামকে হত্যার চেষ্টা করা হলো। গত বছর নির্বাসন থেকে ফেরার সময়ও অল্পের জন্য রক্ষা পান তিনি।

ইতিমধ্যেই ভাইস প্রেসিডেন্টকে হত্যার চেষ্টায় চালানো এ হামলার দায় স্বীকার করেছে তালেবান। এক টুইটে জঙ্গিগোষ্ঠীটির মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ বলেছেন, হামলায় দোস্তামের চার দেহরক্ষী নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন।

এদিকে হামলার বিষয়ে দোস্তামের জানবিশ পার্টির মুখপাত্র বশির আহমদ তায়েঞ্জ জানান, আফগানিস্তানের উত্তরাঞ্চলীয় বলখ প্রদেশের মাজার-ই-শরীফ শহর থেকে জওজান প্রদেশে যাওয়ার পথে হামলাকারীরা দোস্তামের গাড়িবহরের চোরাগোপ্তা হামলা চালায়। এতে এক দেহরক্ষী নিহত ও আরও দুজন আহত হন।

তিনি আরও জানান, পরিকল্পিত একটি হামলা হতে পারে, এ বিষয়টি জানা থাকলেও দোস্তাম যেকোনো পরিস্থিতিতে জওজানে যাবেন বলে সিদ্ধান্ত নিয়েছিলেন।

আট মাস আগে কাবুল বিমানবন্দরে আত্মঘাতী হামলা চালিয়ে ইসলামিক স্টেট (আইএস) দোস্তামকে হত্যার চেষ্টা করেছিল।

Bootstrap Image Preview