Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রোনালদোর অনুপস্থিতি অনুভব করেন মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১১:৫২ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১১:৫২ AM

bdmorning Image Preview


গেল গ্রীষ্মে রোনালদো পাড়ি জমিয়েছেন ইতালিতে। যোগ দিয়েছেন জুভেন্টাসে। এরপর থেকেই লা লিগা হারিয়েছে তার মর্যাদা। কারণ এই দুই বিশ্বসেরা ফুটবলারের দীর্ঘ নয় বছর প্রতিদ্বন্দ্বিতায় মুগ্ধ ছিল ফুটবল বিশ্ব। কারণ এই বছর গুলোতে রোনালদো গোল করলে অবধারিত ভাবে মেসিকেও যেন গোল করতেই হবে। এ যেন অলিখিত নিয়ম হয়ে গিয়েছে। রোনালদো লিগ বদলালেও সেই নিয়মের বদল এখনও হয়নি। এ বারের উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আটলেটিকো মাদ্রিদকে একাই হারিয়ে দিয়েছিলেন রোনালদো। পরের দিন মেসি-মায়ায় শেষ লিয়ঁ।

আর্জেন্টিনার একটি রেডিয়োকে দেওয়া সাক্ষাৎকারে রোনালদো সম্পর্কে এলএম ১০ বলে দিলেন, ‘আমি ক্রিস্টিয়ানোকে মিস করি। যদিও তাকে শিরোপা উঁচিয়ে ধরতে দেখাটা আমার জন্য কঠিন ছিল। তবে লা লিগাকে সে একটা মর্যাদা দিয়েছিল। লা লিগার মর্যাদা তার কারণে বেড়েছিল। জুভেন্টাসও ভালো ক্লাব। রোনালদো সেখানে যোগ দেওয়ায় তারা উয়েফা চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের দাবিদার। অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষের ম্যাচের পর তাদের আত্মবিশ্বাস আরো বেড়েছে।’

বর্তমান সময়ের সেরা কয়েকজন ফুটবলারের নাম জানতে চাইলে মেসি পিএসজি তারকা নেইমার, কালিয়ান এমবাপে, প্রিমিয়ার লিগের ইডেন হ্যাজার্ড, সতীর্থ লুইস সুয়ারেজ ও সার্জিও আগুয়েরোর নাম বলেন। কিন্তু তিনি এই কাতারে রোনালদোকে রাখতে চাননি। রোনালদোর স্থান ও মর্যাদা তার কাছে ভিন্ন। তাকে নিজের পাশেই স্থান দিয়েছেন তিনি।
 

Bootstrap Image Preview