Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নরসিংদী সদর উপজেলায় শান্তিপূর্ণভাবে চলছে ভোটগ্রহণ

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধিঃ
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:৪৯ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:৪৯ AM

bdmorning Image Preview


নরসিংদী সদর উপজেলায় সকাল ৮টা থেকে প্রতিটি কেন্দ্রে চলছে ভোটগ্রহণ।

রবিবার (৩১ মার্চ) সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অত্যন্ত কম লক্ষ করা গেছে। তবে দু-একটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। 

সকাল ৮টার পর নরসিংদী সদর উপজেলার উত্তর শিলমান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখা যায় ভোটারদের দীর্ঘ লাইন। পুরুষ ভোটারদের পাশাপাশি নারী ভোটাররাও লাইনে দাঁড়িয়ে ভোট দিচ্ছেন। 

এই উপজেলায় নৌকার মনোনীত প্রার্থী এর বাড়ি এই এলাকায় হওয়ায় ভোটার উপস্থিতি বেশি বলে জানান কর্মকর্তারা। তবে সাটিরপাড়া উচ্চ বিদ্যালয়, মেহেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাঠালিয়া সরকারি মডেল উচ্চ বিদ্যালয়সহ আশপাশের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা যায় ভোটার উপস্থিতি অত্যন্ত কম। 

পাঁচদোনা ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে কথা হয় ভোটার সামিয়ার সঙ্গে। তিনি জানান, এই এলাকার মানুষ ভোট দিতে ভালোবাসে। বিগত সংসদ নির্বাচনেও এভাবেই লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন তারা।

করিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা জানান, নরসিংদী সদর উপজেলায় শান্তি সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে চলছে ভোটগ্রহণ। রবিবার সকাল ৮টায় ভোটগ্রহণ শুরুর পর থেকেই কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি অত্যন্ত কম লক্ষ করা গেছে। তবে দু-একটি কেন্দ্রে ভোটারদের লাইন দেখা গেছে। বেলা বাড়লে ভোটার উপস্থিতি বাড়বে বলে আশা করছেন।  

শিলমান্দি ইউনিয়নের সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং কর্মকর্তা বলেন, প্রথম এক ঘণ্টায় মাত্র ৬০টির মতো ভোট পড়েছে। বেলা বাড়লে ভোটার সংখ্যা আরো বাড়বে বলে আশাবাদী।  

সকাল ১০টা পর্যন্ত এই উপজেলার ৯টি ইউনিয়নে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য এলাকায় টহল দিচ্ছে।  
 

Bootstrap Image Preview