Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

হাতীবান্ধায় সেচ ব্যবস্থাপনার উপর কৃষক প্রশিক্ষণ

আসাদুজ্জামান সাজু, লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:২০ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:২৬ AM

bdmorning Image Preview


লালমনিরহাটের হাতীবান্ধার সানিয়াজানে ভূ-উপরিস্থ পানি নির্ভর সেচ সম্প্রসারণের মডেল স্থাপনের লক্ষ্যে পাইলট প্রকল্পের অধীনে সেচ সুবিধা, সেচ যন্ত্র রক্ষণাবেক্ষণ, খাদ্যশস্য ও বীজ উৎপাদন, সবজি উৎপাদন ও মৎস্য চাষ বিষয়ক এক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩০ মার্চ) দিনব্যাপী কৃষি মন্ত্রণালয়ের অধীনে উক্ত প্রশিক্ষণের আয়োজন করেন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)।

সানিয়াজান ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল গফুরের সভাপতিত্বে উক্ত প্রশিক্ষণে বক্তব্য রাখেন, বিএডিসি'র রংপুর অঞ্চলের বীজ বপনের উপ পরিচালক ড. সুলতানুল আলম, বিএডিসির লালমনিরহাট নির্বাহী প্রকৌশলী হুসাইন মুহাম্মদ আলতাফ, উপজেলা প্রকৌশলী অজয় কুমার সরকার, কৃষক আরমান আলী, আমজাদ হোসেন, বিউটি বেগম প্রমুখ।

উল্লেখ্য, ২০১১-২০১২ অর্থবছরে এলজিইডি বিভাগের অর্থায়নে উপজেলার সানিয়াজান নদীর উপর রাবার ড্রাম নির্মিত হয়। ওই প্রকল্পের মাধ্যমে সানিয়াজান নদীতে সংরক্ষিত ভূ-উপরিস্থ পানি বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন প্রযুক্তির মাধ্যমে সেচ কাজে ব্যবহার করছে।

ফলে ওই এলাকায় কৃষির উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। ওই সেচের পানি ব্যবহার করে কৃষি উৎপাদন বৃদ্ধির করণীয় বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

Bootstrap Image Preview