Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

জোড়া গোলে বার্সার জয়ের নায়ক মেসি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩১ মার্চ ২০১৯, ১০:১০ AM
আপডেট: ৩১ মার্চ ২০১৯, ১০:১০ AM

bdmorning Image Preview


কুঁচকির চোটে মরক্কোর বিপক্ষে আর্জেন্টিনার জার্সি গায়ে দেননি মেসি। সেই ইনজুরি কাটিয়ে শনিবার রাতে তার প্রত্যাবর্তনের ম্যাচে জোড়া গোল করে বার্সেলোনাকে জেতালেন। মেসির জোড়া গোলে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়েছে ব্লুগ্রেনারা।

ঘরের মাঠ ন্যু ক্যাম্পে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের রক্ষণে চাপ বাড়াতে থাকে বার্সা। তা সত্বেও প্রথমার্ধ ছিল গোলশূন্য। বিরতি থেকে ফিরে সফলতায় মুখ দেখে বার্সেলোনা। এস্পানিয়লের জালমুখ খুলতে ৭১ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয় স্বাগতিকদের। মেসির দুর্দান্ত ফ্রি-কিকে সেসময় লিড নেয় বার্সেলোনা। ম্যাচের ৮৯ মিনিটে আবারও মেসি ম্যাজিক। এসময় পাল্টা আক্রমণে ব্যবধান দ্বিগুণ করেন মেসি। 

এতে চলতি মৌসুমে মেসির গোল সংখ্যা ৪১, এ বারের লা লিগায় ৩১ গোল। এই নিয়ে টানা ১০ মৌসুমে মেসি ৪০ বা তার বেশি গোল করলেন। পাশাপাশি লা লিগায় সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও ছুঁয়ে ফেললেন বার্সা ক্যাপ্টেন। ৩৩৪ ম্যাচ জেতার রেকর্ড ছিল ইকের কাসিয়াসের। এখন মেসিরও লা লিগায় ৩৩৪ জয়। 

এই জয়ে ২৯ ম্যাচে বার্সেলোনা ৬৯ পয়েন্টে টেবিলের শীর্ষে থাকল। এক ম্যাচ করে কম খেলে যথাক্রমে ৫৬ ও ৫৪ পয়েন্ট নিয়ে দুই ও তিনে অ্যাটলেটিকো এবং রিয়াল মাদ্রিদ।

Bootstrap Image Preview