Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

উপজেলা নির্বাচন: ভালুকায় সকল প্রস্তুতি সম্পন্ন

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি:
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৯:০৩ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৯:০৩ PM

bdmorning Image Preview


৩১ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ময়মনসিংহের জেলার ভালুকা উপজেলা পরিষদের নির্বাচন। আর এ নির্বাচনকে ঘিরে পুরো উপজেলাজুড়ে উৎসবের আমেজ বিরাজ করছে।

ইতোমধ্যেই সকল প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকল কেন্দ্রের স্বচ্ছ ব্যালট বাক্সসহ নির্বাচনী সরঞ্জামাদি এসে পৌঁছেছে। ইউনিয়ন ভিত্তিক দায়িত্বপ্রাপ্ত প্রশাসনিক কর্মকর্তারা নির্বাচনী সরঞ্জাম গ্রহণ করে তা প্রতিটি কেন্দ্রে সরবরাহ করছে।

উপকরণ গ্রহণের পর আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় নিজ নিজ ভোট কেন্দ্রে যেতে শুরু করেছে দায়িত্বপ্রাপ্ত প্রিজাইটিং অফিসাররা। রবিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।

ভালুকা উপজেলা নির্বাচন কমিশন সূত্র জানায়, এবার উপজেলা নির্বাচনে ৪ জন চেয়ারম্যানসহ ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১০ জন প্রার্থী প্রতিদন্দিতা করছে। ভালুকা উপজেলায় মোট ভোটার সংখ্যা রয়েছে ২ লক্ষ ৯৪ হাজার ৭৮৮ জন। এদের মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ১ লক্ষ ৪৭ হাজার ৪৫ জন এবং মহিলা ভোটারের সংখ্যা রয়েছে ১ লক্ষ ৪৭ হাজার ৪৩ জন।

এ ব্যাপারে ভালুকা মডেল থানা অফিসার ইর্নচাজ (তদন্ত) মোহাম্মদ মাজাহারুল ইসলাম জানান, নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আইনশৃংখলা বাহিনীর রয়েছে ব্যাপক প্রস্তুতি।

Bootstrap Image Preview