Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সুনামগঞ্জ সীমান্তে বিদেশি মদসহ চোরাকারবারী আটক

সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৬:৪৮ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৬:৪৮ PM

bdmorning Image Preview


সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে ভারতীয় মুদ্রা ও বিদশি মদের চালানসহ ইব্রাহিম হোসেন নামক এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি।

শনিবার (৩০ মার্চ) সীমান্তের আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দশঘর নামক এলাকা থেকে চোরাকাবারীকে ইব্রাহিমকে আটক করা হয়।

আটককৃত ইব্রাহিম নেতকোনা জেলার কলমাকান্দা উপজেলার বরকাপনের বাকেরসাট গ্রামের আক্কাছ আলীর ছেলে।

ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম জানান, তাহিরপুরের লাউড়েরগড় বিওপির টহল দল হাবিলদার মোঃ খাইরুল ইসলামের নেতৃত্বে দুপুরের দিকে তাকে আটক করা হয়। এরপর তার শরীর তল্লাশী করে কোমড়ে বিশেষ কায়দায় রাখা বেশ কয়েকটি বিদেশি মদের বোতল ও বিপুল পরিমাণ ভারতীয় মুদ্রা (রুপী) ও বাংলাদেশি টাকা জব্দ করে।

তাহিরপুর থানার ওসি শ্রী নন্দন কান্তি ধর জানান, আটককৃত চোরাকারবারীকে সন্ধায় থানায় সোপর্দ করার পর বিজিবির পক্ষ থেকে মানি লন্ডারিং ও মাদক চোরাকারবারের অভিযোগ এনে দুটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

Bootstrap Image Preview