Bootstrap Image Preview
ঢাকা, ০১ বুধবার, মে ২০২৪ | ১৮ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

রাত পোহালেই নরসিংদীতে নির্বাচন, তৎপর আইনশৃঙ্খলা বাহিনী

সাইফুল ইসলাম রুদ্র, নরসিংদী প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৫:২১ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৫:২৬ PM

bdmorning Image Preview


নরসিংদীতে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের ৪র্থ ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে রবিবার (৩১ মার্চ)। নরসিংদী সদর উপজেলায় ৮টি ইউনিয়ন ৭২টি ওয়ার্ডের ভোটারগণ সকাল ৮টা থেকে কোন বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোট দিতে পারবে।

এরই সূত্র ধরে বিভিন্ন এলাকায় মোবাইল টিম পুলিশের টহল, বিজিবি র‌্যাব সদস্যসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর দেখা যাচ্ছে এলাকাগুলোতে।

বিজিবি দায়িত্বে থাকা মাহফুজ উল হক বলেন, ভোটারদের নিরাপত্বা দিতে ও শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে বিচ্ছিন্ন কোন ঘটনা যেন না ঘটতে পারে এ জন্য সর্বদাই আমরা প্রস্তুত আছি।

সকাল ১২টা থেকে শুরু হওয়া ব্যালট পেপারসহ বিভিন্ন নির্বাচনে সরঞ্জামসহ কেন্দ্রে পৌঁছে প্রিজাডিং অফিসার সকল কর্মকর্তা তাদের হাতের কাজগুলো সেরে নিচ্ছেন। নির্বাচন উপলক্ষে আগামীকাল সংশ্লিষ্ট উপজেলায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (৩০ মার্চ) মধ্যরাত থেকে সকল ধরনের নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। এ বারের উপজেলা নির্বাচন দলীয় প্রতীকে হওয়ায় নির্বাচনকে ঘিরে ভোটারদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা রয়েছে।

নির্বাচনী এলাকায় যানবাহন চলাচলে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। সেইসঙ্গে আজ থেকে নরসিংদী সদর উপজেলায় নির্বাচনের দিন এবং নির্বাচনের পরের দিন মোট দুইদিন অতিরিক্ত আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

নির্বাচনের দিন প্রতিটি সাধারণ ভোট কেন্দ্রে ১৪ জন এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে ১৬ জন করে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে।

এদিকে শহরাঞ্চলসহ সংশ্লিষ্ট গ্রামাঞ্চলে গিয়ে ঘুরে দেখা যায় যে, কেন্দ্রের আশে পাশে থাকা লোকজনদের সরে যেতে বলছে দায়িত্বে থাকা প্রিজাইডিং অফিসার। যেহেতু আগামীকাল সকাল ৮টা থেকে ভোট নেওয়া শুরু হবে সেহেতু কেন্দ্রগুলোতে কোন বিশৃঙ্খলা যেন না হয় এর জন্য কেন্দ্রের আশে পাশে থাকা দোকানগুলোকে বন্ধ রাখতে বলা হয়েছে।

এরই মাঝে প্রার্থীরা তাদের পোলিং এজেন্টসহ বিভিন্ন কাজ ইতিমধ্যেই সম্পন্ন করে ফেলেছে। চায়ের দোকানগুলোতে ৫ টাকার মিষ্টি চায়ে চলছে নির্বাচনী সংলাপ।

Bootstrap Image Preview