Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সিএনজিকে চাপা দিয়ে নোয়াখালীর ৩ জনের প্রাণ নিল বাস

নুর উদ্দিন মুরাদ, কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৫:১৮ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৬:৩৬ PM

bdmorning Image Preview


নোয়াখালীর বেগমগঞ্জে সিএনজি অটোরিকশাকে চাপা দিয়ে দুই নারীসহ তিন জনের প্রাণ কেড়ে নিয়েছে একটি যাত্রীবাহী বাস।

শনিবার (৩০ মার্চ) বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ।

এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত দুই নারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। তবে নিহত একজনের নাম রাকিবুল ইসলাম সাকিব। তিনি নোয়াখালী কলেজের শিক্ষার্থী।

নোয়াখালী জেনারেল হাসপাতালের আরএমও সৈয়দ আনোয়ারুল আজিম বলেন, তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। একই সঙ্গে আহত অবস্থায় তিনজনকে আনা হয়েছে। আহতদের চিকিৎসা চলছে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বেগমগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ মোল্লা বলেন, শনিবার বেলা আড়াইটার দিকে উপজেলার একলাশপুর বাজারের প্রধান সড়কে একটি যাত্রীবাহী সিএনজিকে চাপা দেয় সুগন্ধা পরিবহন। এতে সিএনজি দুমড়েমুচড়ে দুই নারীসহ তিনজন নিহত হন। নিহতদের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তিন জনের মধ্যে পুরুষ যাত্রীর নাম জানা গেলেও দুই নারীর নাম জানা যায়নি।

Bootstrap Image Preview