Bootstrap Image Preview
ঢাকা, ২৭ শনিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নীলফামারীতে খাল খনন কর্মসূচি শুরু

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০৪:১৪ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০৪:১৪ PM

bdmorning Image Preview


নীলফামারীর বিভিন্ন খাল পুনঃখনন শুরু করেছে বাংলাদেশ কৃষি করপোরেশন (বিএডিসি)। বন্যার কবল থেকে ফসল রক্ষা ও শুষ্ক মৌসুমে সেচ প্রদানের লক্ষে এ খালশুলোর খনন করা হচ্ছে। কাজ সম্পন্ন হলে এলাকার শতশত কৃষক উপকৃত হবেন।

আজ শনিবার নীলফামারী সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের ধোপাডাঙ্গা খালটির ৪ দশমিক ৮ কিলোমিটার পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোড়গ্রাম ইউনিয় পরিষদ চেয়ারম্যান রিয়াজুল ইসলাম, বিএডিসি’র নীলফামারী জোনের সহকার প্রকৌশলী মোসফিকুর রহমান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ফারুক ট্রেডাসের প্রতিনিধি আবদুল্লাহ আল মামুন প্রমুখ।

এর আগে একই উপজেলার খোকশাবাড়ী ইউনিয়নের সিংগীমারী ও চড়াইখোলা ইউনিয়নের বাকডোগড়া খাল পুনঃখনন শুরু করা হয়। শক্তিশালী ভেকু (মাটি কাটা) মেশিন দিয়ে খালগুলোর খনন কাজ করা হচ্ছে।

গোড়গ্রাম ইউনিয়নের নিজপাড়া গ্রামের কৃষক মহুবার রহমান, আব্দুল মালেক, সিংগীমারী গ্রামের মোতালেব হোসেন, সবুর আলীসহ অনেক কৃষক জানান, দীর্ঘদিন ধরে খালগুলো সংস্কারের অভাবে ভরাট হয়ে গেছে। বন্যার সময় খালগুলো দিয়ে পানি নিষ্কাশন না হওয়ায় ফসলের ব্যাপক ক্ষতি হয়। আর শুষ্ক মৌসুমে খালগুলো থেকে এক ফোঁটা পানিও পাওয়া যায় না।

কৃষকরা জানান, খালগুলো খনন হলে তারা বর্ষা ও শুষ্ক দুই মৌসুমেই উপকৃত হবেন।

কৃষি করপোরেশন নীলফামারী জোনের সহকারী প্রকৌশলী মোসফিকুর রহমান জানান, খালগুলোর খনন কাজ সম্পন্ন হলে কৃষকের পাশাপাশি এসব এলাকার জেলে পরিবারগুলোও উপকৃত হবেন। পর্যায়ক্রমে নীলফামারী জেলার সকল খাল খনন করা হবে বলেও তিনি জানান।

Bootstrap Image Preview