Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৪ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ২২ রোহিঙ্গাসহ আটক ৩২

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০২:২৬ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০২:২৬ PM

bdmorning Image Preview


সমুদ্রপথে মালয়েশিয়া যাওয়ার চেষ্টাকালে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থান থেকে ২২ রোহিঙ্গাসহ ৩২ জনকে আটক করা হয়েছে।  

শনিবার (৩০ মার্চ) ভোরে কক্সবাজারের সেন্টমার্টিনের ছেড়াদ্বীপসহ উপকূলের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন কোস্টগার্ড সেন্টমার্টিন স্টেশনের ইনচার্জ লে. কমান্ডার শেখ মাহমুদ হাসান।

তিনি জানান, আটককৃতদের মধ্যে ২২ জন রোহিঙ্গা এবং ৩ জন দালাল রয়েছে। পুলিশের সহায়তায় অভিযানে একটি ট্রলারও জব্দ করা হয়েছে।

আটককৃত দালালরা হলেন- সেন্টমার্টিনের বাসিন্দা মোহাম্মদ কবির, মোহাম্মদ আবদুল্লাহ ও মোহাম্মদ হোসেন।

কোস্টগার্ড কর্মকর্তা শেখ মাহমুদ হাসান বলেন, সমুদ্রপথে রোহিঙ্গাদের মালয়েশিয়া পাচার করা হচ্ছে এমন সংবাদ পেয়ে সেন্টমার্টিন উপকূলের বিভিন্ন স্থানে স্থানীয় পুলিশ ফাঁড়ির সদস্যদের নিয়ে অভিযান চালানো হয়। অভিযানে ছেড়াদ্বীপ ও সেন্টমার্টিনের বিভিন্ন স্থানে জড়ো করে রাখা ৩২ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২২ জন রোহিঙ্গা রয়েছে। রয়েছে ৩ দালালও।

আইনগত ব্যবস্থা নিতে আটককৃতদের টেকনাফ থানায় নেয়া হয়। 

Bootstrap Image Preview