Bootstrap Image Preview
ঢাকা, ১৬ বৃহস্পতিবার, মে ২০২৪ | ২ জ্যৈষ্ঠ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

ইসরায়েলের হাতে আটক ৯৫ ভাগ ফিলিস্তিনি শিশুই নির্যাতনের শিকার

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ০১:২৮ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ০১:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


ইসরায়েলের হাতে আটক হওয়া ৯৫ ভাগ ফিলিস্তিনি শিশুই নির্যাতনের শিকার হয়। সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। 

ফিলিস্তিনি তথ্যমন্ত্রী এক বিবৃতিতে জানিয়েছেন, ইসরায়েলি সেনাদের হাতে আটক হওয়া ফিলিস্তিনি শিশুদের মারধর, লাথি, চোখ বেঁধে রাখাসহ নানাভাবে নির্যাতন করা হয়। তাদের পরিবারের কোন লোকজন বা আইনজীবীদের উপস্থিতি ছাড়াই হ্যান্ডকাফ পরিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়।

ওই প্রতিবেদন অনুযায়ী, বেশিরভাগ সময়ই মধ্যরাতে আটক হওয়া ফিলিস্তিনি শিশুদের বিরুদ্ধে এসব সহিংসতা চালায় ইসরায়েলি সেনারা।

বেশিরভাগ ক্ষেত্রেই স্কুলগামী শিশুদের টার্গেট করে অভিযান চালায় ইসরায়েলি সেনারা। তারা দখলকৃত জেরুজালেম শহর এবং ফিলিস্তিনি বিভিন্ন গ্রাম, শহর এবং পশ্চিমতীরের বিভিন্ন ক্যাম্পের প্রবেশদ্বারে থাকা চেকপয়েন্ট থেকেই এসব শিশুদের আটক করে নিয়ে যায়।

ওই প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সাল পর্যন্ত ইসরায়েলি সেনাদের হাতে বন্দী শিশুর সংখ্যা ৭শ জন। ২০১৭ সালের অক্টোবরের শুরুর দিক পর্যন্ত এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে চার হাজার।

২০১৭ সালে ১ হাজার ৪৬৭ শিশুকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। অপরদিকে, ২০১৮ সালে এক হাজার ৬৩ জন এবং ২০১৯ সালের প্রথম দুই মাসে ১১৮ শিশুকে গ্রেফতার করা হয়েছে। ২০০০ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত ১৬ হাজার ফিলিস্তিনি শিশুকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview