Bootstrap Image Preview
ঢাকা, ০৪ শনিবার, মে ২০২৪ | ২০ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

গাজীপুরে মশার কয়েল থেকে আগুন, একই পরিবারের চারজন দগ্ধ

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১২:১৩ PM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১২:১৩ PM

bdmorning Image Preview


মশার কয়েল থেকে আগুন লেগে একই পরিবারের ৪ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শুক্রবার দিবাগত রাত ৩টার গাজীপুরে সিটি করপোরেশনের চক্রবর্তী এলাকায় আবদুল জলিলের বাড়িতে এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন, আবদুল জলিল (৪৫), তার ছেলে ইয়াসিন মাহমুদ (১৩), মেয়ে জিয়াসমিন (২০) ও জিয়াসমিনের স্বামী আবুল হাসান (২৩)।

দগ্ধ আবদুল জলিল জানান, মশার কয়েল থেকে ঘরে আগুন ধরে যায়। এ সময় তার ছেলে, মেয়ে ও মেয়ের জামাই দগ্ধ হয়। এক পর্যায়ে তাদের উদ্ধার করতে গেলে তিনিও দগ্ধ হন। আগুনে তার মেয়ের শরীরের ৮৭ ভাগ পুড়ে গেছে বলে চিকিৎসকরা তাকে জানান। এ ঘটনায় তার মেয়ে ও মেয়ে জামাই বেশি দগ্ধ হয়েছে।

তিনি আরো জানান, প্রথমে স্থানীয়রা তাদের উদ্ধার করে ফজিলাতুন্নেছা মেমোরিয়াল (কেপিজে) মেডিকেল হাসপাতাল নিয়ে যান। পরে সেখান থেকে আজ শনিবার সকালে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক বাচ্চু মিয়া জানান, চারজনকে হাসপাতালে নিয়ে আসা হলে জিয়াসমিন নামে একজনকে হাসপাতালে ভর্তি করা হয় এবং অন্য তিনজনকে চিকিৎসা দেওয়া হয়েছে। এর মধ্যে জিয়াসমিনের অবস্থা গুরুতর।

Bootstrap Image Preview