Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

অভিনব কায়দায় ইয়াবা পাচার, নারীসহ আটক ২৬

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ৩০ মার্চ ২০১৯, ১০:৪৬ AM
আপডেট: ৩০ মার্চ ২০১৯, ১০:৪৬ AM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


সারাদেশে পুলিশের বিশেষ অভিযান ও এত বন্দুকযুদ্ধ তারপরও অভিনব কায়দায় পাচার হচ্ছে ইয়াবা। কখনো গাড়িতে সংবাদপত্রের স্টিকার লাগিয়ে, কখনো গোপন অঙ্গে করে পাচার হচ্ছে লাখ লাখ পিস ইয়াবা। কিন্ত এবার রোহিঙ্গাদের পেট ভাড়া করেই চালানো হচ্ছে পাচারকাজ।

শুক্রবার (২৯ মার্চ) ইয়াবা নিয়ে মিয়ানমার হতে টেকনাফ সীমান্ত অতিক্রম করার সময় ২৩ রোহিঙ্গাসহ ২৬ জনকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

জানা যায়,  রোহিঙ্গা ব্যবহার করে ইয়াবা আনা হচ্ছে এমন সংবাদে ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কর্মীরা শুক্রবার সকালে নাফনদের তীরে অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে নৌকাযোগে এপারে এসে একটি ঘরে আশ্রয় নেয় একদল রোহিঙ্গা। পরে নদীর তীরের ঐ ঘরে অভিযান চালিয়ে ২৬ জনকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের কক্সবাজার অফিসের সহকারি পরিচালক (এডি) সোমেন মণ্ডল সোমেন মণ্ডল বলেন, ইয়াবা পাচারকালে এ পর্যন্ত কমপক্ষে ১০ জন রোহিঙ্গা বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন। এরপরও থামছে না ইয়াবা পাচার। টাকার লোভে ইয়াবা বহনে যুক্ত হচ্ছে রোহিঙ্গারা। চালান প্রতি ২০ হাজার টাকার বিনিময়ে নাফনদের ওপার থেকে এপারে পেটে করে ইয়াবা পাচার করছিল তারা।

তিনি আরও বলেন, আটককৃতদের মধ্যে তিনজন বাংলাদেশি। অপর ২৩ জন রোহিঙ্গার মধ্যে ২ নারী ও ৩ শিশুকে নয়াপাড়া রোহিঙ্গা শিবিরে হস্তান্তর করা হয়েছে। অন্যদের জিজ্ঞাসাবাদ ও এক্স-রের মাধ্যমে ১৩ জনকে পেটে ইয়াবা বহনকারী হিসাবে শনাক্ত করা হয়েছে।

শনাক্ত হওয়া ১৩ রোহিঙ্গাদের পেট থেকে শুক্রবার রাত ১০টা পর্যন্ত ৩০ হাজার পিস ইয়াবা বের করা হয়েছে । এসব রোহিঙ্গারা স্বীকার করেছে, তারা জনপ্রতি এক ট্রিপে ২০ হাজার টাকার বিনিময়ে ইয়াবার পাচার করছিল।

Bootstrap Image Preview