Bootstrap Image Preview
ঢাকা, ০৬ সোমবার, মে ২০২৪ | ২৩ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

সৌদিতে ৩ নারী মানবাধিকার কর্মীর সাময়িক মুক্তি

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৯:০৬ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৯:০৬ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


তিন নারী মানবাধিকার কর্মীকে মুক্তি দিয়েছে সৌদি আরব। প্রায় এক বছর ধরে পুলিশ হেফাজতে ছিলেন তারা। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, আদালতের এক শুনানির পর তাদের মুক্তি দেয়া হয়েছে। ওই নারীদের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতন এবং যৌন হেনস্তা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২৮ মার্চ) রাষ্ট্রীয় গণমাধ্যম এসপিএর খবরে তিন নারী মানবাধিকার কর্মীর মুক্তির বিষয়টি জানানো হলেও তাদের পরিচয় প্রকাশ করা হয়নি। 

সৌদি আরবের গণমাধ্যেমে ওই নারীদের পরিচয় প্রকাশ করেছে। এরা হলেন ব্লগার এমান আল নাফজান এবং কিং সৌদ বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক আজিজা আল ইউসেফ এবং একাডেমিক রোকেয়া আল মোহারেব।

বুধবার (২৭ মার্চ) অনুষ্ঠিত ওই শুনানিতে বিদেশি কোনো সাংবাদিক বা কূটনীতিককে অংশ নিতে দেয়া হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যম এবং মানবাধিকার সংগঠনগুলোর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে ওই নারীদের বিচারের মুখোমুখি হতে হয়েছে।

আদালতের শুনানিতে মুক্তি চেয়ে ওই নারীরা আবেদন জানিয়েছিলেন। তাদের ওই আবেদনের ওপর ভিত্তি করেই ওই নারীদের সাময়িকভাবে মুক্ত দেয়া হয়েছে বলে রিয়াদের ফৌজদারি আদালত উল্লেখ করেছে বলে এসপিএর এক প্রতিবেদনে বলা হয়েছে।

মুক্তি পাওয়া এক নারীর এক আত্মীয় এএফপিকে জানিয়েছে, আগামী ৩ এপ্রিল আদালতের শুনানি আবারও শুরু হলে ওই নারীদের আদালতে উপস্থিত হতে হবে। 

প্রসঙ্গত, গত বছরের মে থেকে ১১ জনের বেশি মানবাধিকার কর্মীকে আটক করা হয়েছে।

Bootstrap Image Preview