Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

মিরপুর থেলে সাজাঁপ্রাপ্ত একাধিক মামলার আসামি গ্রেফতার

মহিনুল ইসলাম সুজন, নীলফামারী প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৮:০৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৮:০৭ PM

bdmorning Image Preview


নীলফামারীর ডোমারে সোনারায় ইউনিয়নের বাসিন্দা তিনটি চেক জালিয়াতি (এনআইডি) মামলার সাজাঁপ্রাপ্ত ও একাধিক মামলার পলাতক আসামি মনোয়ার হাসান চৌধুরী (৪৮) রাজধানীর মিরপুর এলাকা হতে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ।

শুক্রবার (২৯ মার্চ) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে। সে হাসান রাইচ মিলের প্রোপ্রাইটার এবং ওই ইউনিয়নের আজিজুল হাসান চৌধুরীর ছেলে।

এর আগে বৃহস্পতিবার (২৮ মার্চ) রাত ৮টার দিকে মিরাপুর-১০ মা বিজনেস সেন্টার থেকে তাকে ডোমার থানার এসআই আব্দুল লতিফ ও সঙ্গীয় ফোর্স গ্রেফতার করে ডোমার থানায় নিয়ে আসে।

ডোমার থানার ওসি মোকছেদ আলী গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, মনোয়ার হাসানের বিরুদ্ধে ছয়টি মামলায় গ্রেফতারী পরোয়ানা রয়েছে। এ ছাড়াও সে সাজাপ্রাপ্ত আসামি এবং আরো তিনটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন জানান, মনোয়ার হোসেনকে গ্রেফতার করার জন্য আমরা দেশের বিভিন্ন এলাকায় সোর্সের মাধ্যমে খোঁজাখুজি করে রাজধানীর মিরপুর এলাকায় সে আছে বলে আমরা জানতে পারি।

তিনি বলেন, বৃহস্পতিবার (২৮ মার্চ) বিকাল থেকে পুলিশ সদস্যরা ছদ্মবেশে মা বিজনেস সেন্টারের আশেপাশে অবস্থান নেয়। সন্ধ্যায় সেখানে আসামি মনোয়ার আসামাত্র তাকে গ্রেফতার করা হয়। আজ তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

Bootstrap Image Preview