Bootstrap Image Preview
ঢাকা, ০৫ রবিবার, মে ২০২৪ | ২২ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

দোকানে বসে আলু বিক্রি করছে কুকুর

বিডিমর্নিং ডেস্ক
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৭:২৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৭:২৮ PM

bdmorning Image Preview
সংগৃহীত ছবি


প্রযুক্তির এই যুগে মানুষের দ্বারা কী না করা সম্ভাব। এবার পোষ্য পরিচালনা করছে জাপানের এক দোকান। সম্প্রতি ভাইরাল হওয়া এক ভিডিয়োতে এমনই দৃশ্য দেখা গেছে। ভিডিয়োতে দেখা যাচ্ছে এক আলুর দোকানে দোকানদারি করছে এক কুকুর। তবে ভাবা একটু কঠিন মানুষ কিংবা রোবট কিছুই নয় একটা কুকুর দোকান চালাচ্ছে। নাম তার কেন-কুন। কেন-কুনের বয়স মাত্র তিন বছর। কাউন্টারের ওপারে বসে আলু বিক্রি করছে সে।

সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হওয়ার এক ভিডিওতে এমনটাই দেখা গেছে। আলুর দোকানের ‘পরিচালক’ কেন কুন। কুকুরটি যে দোকানে বসে আলু বিক্রি করছিল সেটি অবস্থিত জাপানের হোক্কাইডো দ্বীপে।

ভাইরাল হওয়া ওই ভিডিও যে লাখো মানুষকে সাক্ষী করে রাখল বিরল এই ঘটনার। ভিডিওতে দেখা যায়, আলুর দোকানে দুই পা তুলে সামনের দিকে তাকিয়ে আছে কুকুরটি। বিক্রি করছে আলু। লোকজন সেখান থেকে আলু কিনে দাম দিয়ে চলে যাচ্ছে।

তবে এই দোকানের একটাই সমস্যা। দোকানদার কুকুর হওয়ায় টাকা ফেরত দিতে পারে না। দোকানের পাশে জাপানি হরফে লেখা রয়েছে, ‘আমি কুকুর, তাই টাকা ফেরত দিতে পারব না’। তাইতো ক্রেতারা আলু কেনার নির্দিষ্ট পরিমাণ দামের খুচরা দিয়ে।

জাপানের স্থানীয় এক সংবাদমাধ্যম বলছে, আলুর দোকান চালানো কেনের কাছে কোনও খেলা নয়। কিংবা শখের বসেও কেন এটা করে না। তাকে দোকানে নিয়মিত দেখা যায় আলু বিক্রি করতে। আর কাজ শেষে সন্ধ্যাবেলায় মালিকের সঙ্গে হেঁটে হেঁটে বাড়ি ফেরে।

Bootstrap Image Preview