Bootstrap Image Preview
ঢাকা, ২৮ রবিবার, এপ্রিল ২০২৪ | ১৫ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

নিউজিল্যান্ডের মসজিদে হামলার প্রতিবাদে সমাবেশ

সিয়াম সাহারিয়া, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধিঃ
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৭:১৫ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৭:৪৪ PM

bdmorning Image Preview


নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে নামাজের সময় মসজিদে সন্ত্রাসী হামলায় ও অর্ধশত মুসলমান নিহতের ঘটনার প্রতিবাদে নওগাঁর পত্নীতলা উপজেলায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ মার্চ) বিকেল ৫টায় উপজেলার সদর নজিপুর বাসস্ট্যন্ড জামে মসজিদ প্রাঙ্গণে সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বর্ণবাদী উগ্রতা প্রতিরোধ আন্দোলনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রভাষক দেলোয়ার হোসেনের সভাপত্বিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বি.এস.এ হুমায়ন কবীর চৌধুরি। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাম্রাজ্যবাদী আগ্রাসন ও বর্ণবাদী উগ্রতা প্রতিরোধ আন্দোলনের আহবায়ক প্রভাষক মুশফিকুর রহমান শাহ্ ও খেলাফত মসলিস নওগাঁ জেলা শাখার সভাপতি খন্দকার রেজাউর রহমান প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, এ ধরনের সন্ত্রাসী হামলা বিশ্বের সকল ধর্মের প্রতি হুমকিস্বরূপ। এই হামলায় যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। যাতে ভবিষ্যতে মুসলমানদের ওপর এরকম হামলার সাহস কেউ না করতে পায়।

Bootstrap Image Preview