Bootstrap Image Preview
ঢাকা, ২৯ সোমবার, এপ্রিল ২০২৪ | ১৬ বৈশাখ ১৪৩১ | ঢাকা, ২৫ °সে

পরিচয় মিললেও সেই ছিনতাইকারীরা পুলিশের ধরাছোয়ার বাইরে

রফিকুল আলম, ধুনট (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত: ২৯ মার্চ ২০১৯, ০৬:৪৩ PM
আপডেট: ২৯ মার্চ ২০১৯, ০৬:৪৯ PM

bdmorning Image Preview


বগুড়ার ধুনট উপজেলায় ২ জেলের টাকা ছিনতাইকালে জনতার ধাওয়া খেয়ে রাস্তায় মোটরসাইকেল ফেলে রেখে যাওয়া সেই তিন ছিনতাইকারী এখনও পুলিশের ধরাছোয়ার বাইরে।

বুধবার (২৭ র্মাচ) রাত ৯টায় খাদুলী কইচা বিলের পূর্বদিকে ছিনতাইকারীরা সামনের দিক থেকে মোটরসাইকেলযোগে এসে সুবাস চন্দ্র ও মনোরঞ্জনকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মথুরাপুর ইউনিয়নের চর জোলাগাতি গ্রামের সুবাস চন্দ্র (৩০) ও মনোরঞ্জন (৩১) বুধবার ধানঘরা বাজারে মাছ বিক্রি করে বাইসাইকেলযোগে বাড়ির দিকে রওনা হয়। পথিমধ্যে রাত ৯টায় খাদুলী কইচা বিলের পূর্বদিকে পৌঁছলে ছিনতাইকারীরা সামনের দিক থেকে মোটরসাইকেলযোগে এসে ২ জেলেকে অস্ত্রের মুখে জিম্মি করে ৩২ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ ঘটনাটি ধামাচাপা দিতে ছিনতাইকারীরা জেলে পল্লীর বাসিন্দাদের নানা ভাবে হুমকি প্রদান করছে।

এ সময় ২ জেলের চিৎকারে স্থানীয় জনতার ধাওয়া খেয়ে তিন ছিনতাইকারী রাস্তায় মোটরসাইকেল ফেলে রেখে পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ব্যবহৃত কালো রংয়ের বাজাজ ডিসকভার ১০০ সিসি মোটরসাইকেলটি জব্দ করেছে।

উপজেলার চর জোলাগাতি জেলে পল্লীর বাসিন্দারা জানান, জব্দকৃত মোটরসাইকেলের রেজিষ্ট্রেশনের কাগজপত্রে ছিনতাইকারী চক্রের মূল হোতার পরিচয় রয়েছে। তারপরও ছিনতাইকারীরা পুলিশের ধরা ছোয়ার বাইরে রয়েছে। ছিনতাইকারীরা এ ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য বিভিন্ন ভাবে ভয়ভীতি প্রদর্শন করছে।

উপজেলার মথুরাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-অর-রশিদ সেলিম বলেন, এই মোটরসাইকেলে চড়ে তিন ছিনতাইকারী দুই মাসে এলাকায় কমপক্ষে ৪টি ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে। তাই তাদের আইনের আওতায় নেওয়া প্রয়োজন।

ধুনট থানার উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম বলেন, এ ঘটনায় জেলেরা থানায় কোন অভিযোগ করেনি। তারপরও ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান অব্যহত রয়েছে।

Bootstrap Image Preview